TMC Women Vote Bank: মুখে কালো কাপড় বেঁধে ‘চলো পাল্টাই’! ডাক দিচ্ছে তৃণমূলের মহিলা ব্রিগেড
TMC: শুক্রবার তৃণমূল ভবনে বিশেষ বৈঠকে বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেস। বাংলার মহিলা ভোটব্যাঙ্কের একটি বড় অংশের উপর তৃণমূলের পোক্ত দখল রয়েছে। সেই দখল ধরে রাখতে মরিয়া চন্দ্রিমা ভট্টাচার্যরা। দেড় মাস ধরে চলবে ম্যারাথন কর্মসূচি। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলকাতা: টার্গেট মহিলা ভোটব্যাঙ্ক। বছর ঘুরলেই লোকসভার মহারণ। আর লোকসভা ভোটের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল শিবির। সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে দলের মহিলা সংগঠন। ছয় জেলায় জেলা সভানেত্রী হিসেবে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। শুক্রবার তৃণমূল ভবনে বিশেষ বৈঠকে বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেস। বাংলার মহিলা ভোটব্যাঙ্কের একটি বড় অংশের উপর তৃণমূলের পোক্ত দখল রয়েছে। সেই দখল ধরে রাখতে মরিয়া চন্দ্রিমা ভট্টাচার্যরা। দেড় মাস ধরে চলবে ম্যারাথন কর্মসূচি। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই ৪৫ দিন ধরে জেলায় জেলায় দলের মহিলা সংগঠনকে আরও সংঘবদ্ধ করা হবে। মহিলাদের শপথ বাক্য পাঠ করাবে মহিলা তৃণমূল কংগ্রেস। দেড় মাস ধরে জেলায় জেলায় মোট ১০ হাজার সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে ব্লকে ব্লকে ‘চলো পাল্টাই’ ডাক দিয়ে চলবে মহিলাদের মিছিল। চলো পাল্টাই কর্মসূচিতে মুখে কালো কাপড় বাঁধবেন মহিলারা।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে মহিলা ভোটব্যাঙ্কে বাড়তি নজর দিচ্ছে শাসক-বিরোধী সব পক্ষই। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে। সেক্ষেত্রে বাংলার থেকেও ১৪টি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে পদ্ম শিবির। সূত্র মারফত এও জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফায় কথা হয়ে গিয়েছে মহিলা মোর্চার। জেলায় জেলায় আরও বেশি করে কর্মসূচির কথা বলা হয়েছে বলেও জানা যাচ্ছে।
তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কে যাতে বিজেপি বা অন্য কোনও দল ভাগ বসাতে না পারে, তা নিশ্চিত করতে মরিয়া শাসক শিবিরও। এবার তাই মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি নিয়ে গোটা বাংলাজুড়ে মহিলাদের মনের আরও কাছাকাছি পৌঁছে যেতে চাইছেন চন্দ্রিমারা।





