Saokat Molla: শেষ দফার ভোটের আগেই শওকতকে CBI তলব, এড়িয়ে গেলেন বিধায়ক

Saokat Molla: সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন শওকতই। তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি। তাই এদিন হাজিরা এড়িয়ে গেলেন।  

Saokat Molla: শেষ দফার ভোটের আগেই শওকতকে CBI তলব, এড়িয়ে গেলেন বিধায়ক
শওকত মোল্লাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 1:57 PM

কলকাতা: লোকসভা নির্বাচনের আর এক দফা ভোট বাকি। শেষ দফায় ভোট রয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলিতে। তার আগেই সিবিআই দফতরে ডাক পড়ল তৃণমূল নেতা শওকত মোল্লার। কয়লা পাচার মামলার তদন্তে তলব করা হয় তাঁকে। মঙ্গলবার রাতেই নোটিস যায় তাঁর কাছে। কিন্তু সেই নোটিসে সাড়া দিলেন না তিনি। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সংস্থা আগেও শওকতকে তলব করেছে। হাজিরাও দিয়েছেন তিনি। সূত্রের খবর, কয়লা-কাণ্ডে যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের দেওয়া তথ্য সূত্র থেকেই শওকতের নাম উঠে এসেছে। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরুদায়িত্ব। দক্ষিণ ২৪ পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই।

সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন শওকতই। তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি। তাই এদিন হাজিরা এড়িয়ে গেলেন। বুধবারই বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা আছে। সেই মঞ্চেই এদিন উপস্থিত হন শওকত।

অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে অবৈধ ভাবে তোলা কয়লা নাকি পাঠানো হত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইট ভাটায়। তার সঙ্গে শওকতের কোনও যোগ ছিল কি না, সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।