Abhishek Banerjee: দুই বিচারপতির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
Abhishek Banerjee: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যে ইডি, সিবিআই তদন্তে যেন কোনও প্রভাব না ফেলে, এই মর্মে নির্দেশ দেওয়া হোক।
কলকাতা: বিচারপতিদের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট এবং কোর্টের বাইরে করা দুই বিচারপতির মন্তব্য যেন তদন্তে ছাপ না ফেলে, এই মর্মে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি, সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক।
শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন বাকি মামলাগুলির শুনানির জন্য কোনও বিশেষ বেঞ্চ গঠন করা হোক, যে বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে প্রভাবিত হবে না, এমনও আবেদন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের।
একইসঙ্গে অভিষেকের আবেদন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগেও এই ধরনের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।