Abhishek Banerjee: ‘পাঁচ দিনের মধ্যে গড়তে হবে কমিটি’, কীভাবে কাজ করবে, জানালেন অভিষেক
Abhishek Banerjee: তৃণমূল সাংসদ জানান, "২০ শে মার্চের মধ্যে জেলা কমিটি তৈরি করে লিস্ট পাঠাতে হবে রাজ্যে। একুশ তারিখ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক ভোটার লিস্ট কমিটি তৈরির নির্দেশ। ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ হবে একজনকে প্রতি ব্লকে।"

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে ময়দানে তৃণমূল। এর জন্য শাসক শিবিরের নেতারা দুষেছেন নির্বাচন কমিশনকেও। শনিবার ছিল সেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক। সেই মিটিং থেকে ভূতুড়ে ভোটার খুঁজতে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। কীভাবে কাজ করবে এই কমিটি তাও স্পষ্ট জানান তিনি।
অভিষেক নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি গড়তে হবে পাঁচ দিনের মধ্যে। আর ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। এ দিন তিনি বলেন, “বিএলএ ওয়ান প্রতি প্রশাসনিক জেলায় রয়েছে। এরাই সাংগঠনিক জেলার বি এলএ টু-দের নিয়োগ করবেন। বিএলএ-টু বুথ লেভেল অফিসার। বিএলও-দের সঙ্গে কো অরডিনেট করবে।”
এ দিন তৃণমূল সেনাপতি বলেন, “ভোটার তালিকা হল ক্রমাগত একটি প্রক্রিয়া। আমাদের সতর্ক থাকতে হবে। সুব্রত বক্সি তৃণমূল ভবনে বৈঠকে জেলা কমিটি তৈরি করার নির্দেশ হয়েছিল। কিন্তু পাঁচটি জেলা ছাড়া হয়নি।” এরপরই তাঁর নির্দেশ, “আগামী পাঁচ দিনের মধ্যে ভোটার লিস্ট সংক্রান্ত জেলা কমিটি তৈরি করতে হবে।”
তৃণমূল সাংসদ জানান, “২০ শে মার্চের মধ্যে জেলা কমিটি তৈরি করে লিস্ট পাঠাতে হবে রাজ্যে। একুশ তারিখ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক ভোটার লিস্ট কমিটি তৈরির নির্দেশ। ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ হবে একজনকে প্রতি ব্লকে। এই ব্লক কমিটির অধীনে থাকবে ওয়ার্ড বা অঞ্চল কমিটি। বিইআরএস কখনোই ব্লক সভাপতি হবেন না। কারণ এই পদে যিনি থাকবেন তিনি সারা বছর ভোটার লিস্ট নিয়ে কাজ করবেন।”
একই সঙ্গে তিনি বলেন, “ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার পদ তাই তৃণমূলে তৈরি হল। এটা ফুল টাইম জব। মহারাষ্ট্রে ও তাই হয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে সাংগঠনিক জেলা রয়েছে। সেখানে বিএলএ ওয়ান পদে কাকে চাইছেন পাঁচটি নাম সুব্রত বক্সীকে পাঠাবেন। ১৭ তারিখে রাতের মধ্যে পাঠাবেন।” তৃণমূল নেতা অভিযোগ করেন, “মহারাষ্ট্রে ৩৯ লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়েছে। কেউ প্রতিবাদ করেনি। বাংলার মাটি প্রতিবাদের মাটি। আমরা ধরে ফেলেছি।” একই সঙ্গে আইপ্যাককে গুরুত্ব দিয়ে বলেন, “প্রতি বিধানসভায় দলের তরফে আই-প্যাকের ছেলেরা থাকবে। ট্রেনিং দেবে।”





