TMC: ‘মমতা না থাকলে, বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো…’, বললেন সুদীপ
Sudip Banerjee: এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের এক কর্মসূচিতে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বের কথা বোঝাচ্ছিলেন সুদীপবাবু। সেই সময়ই তিনি বলেন, "দেশে রাজনীতির যে পরিবেশ রয়েছে, তাতে বাংলাকে সবসময়ই আলোচনার প্রথমে রাখতে হয়। কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন।"
কলকাতা: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই যে দলের ‘প্রথম মুখ এবং একমাত্র মুখ’, তা কিছুদিন আগেই বলেছিলেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এবার আরও একধাপ এগিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে, মায়ের দুধ খাওয়ার জন্য় পাশ থেকে চেষ্টা করবে।” এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের এক কর্মসূচিতে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বের কথা বোঝাচ্ছিলেন সুদীপবাবু। সেই সময়ই তিনি বলেন, “দেশে রাজনীতির যে পরিবেশ রয়েছে, তাতে বাংলাকে সবসময়ই আলোচনার প্রথমে রাখতে হয়। কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন।”
সেই সময়ই মমতার অনুপস্থিতিতে বাংলার অবস্থা ‘ছাগলের তৃতীয় সন্তানের’ মতো হয়ে যাওয়ার আশঙ্কা শোনা যায় বর্ষীয়ান সাংসদের গলায়। সঙ্গে এও বললেন, ‘তখন মায়ের দুধ খাওয়ার জন্য পাশ থেকে চেষ্টা করলেও, পাবে কি না জানি না। খুব সাবধানে থাকতে হবে।’ প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর গুরুত্ব বোঝানোর সময়েই এই মন্তব্য করেন তিনি।
এদিকে সুদীপবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনায় বিদ্ধ করেছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, “বাংলাকে ছাগলের সন্তানের পর্যায়ে নামিয়ে আনা, একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। বাংলা বহু চর্চিত। সব প্রদেশ অপেক্ষায় আছে, কখন পরিযায়ী শ্রমিক পাবে। কর্নাটক অপেক্ষায় আছে, কখন মেধা তাদের কাছে যাবে। অন্যান্য রাজ্যগুলিও অপেক্ষায় আছে, কখন বাংলা থেকে পুঁজি সরে তাঁদের রাজ্যে ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বা না থাকলে, বাংলার রাজনীতির কোনও মৌলিক পরিবর্তন হবে বলে মানুষ বিশ্বাস করে না।”