TMC Panchayet Preparation: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ, নজর মমতা-অভিষেকের বার্তায়

TMC Panchayet Preparation: রাজ্যের সব বুথ নিয়ে সমাবেশ। প্রায় ১৭ হাজার দলীয় প্রতিনিধিকে নিয়ে বৈঠক। ১৮৪০ জন ব্লক সভাপতিকে বৈঠকে থাকতে বলা হয়েছে।

TMC Panchayet Preparation: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ, নজর মমতা-অভিষেকের বার্তায়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 9:43 AM

কলকাতা: পঞ্চায়েত ভোটের লক্ষ্যে প্রস্তুতি তৃণমূলের৷  নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ। পঞ্চায়েত ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বার্তায় নজর। বুথ স্তরে কর্মসূচি স্থির করার সম্ভাবনা। পুজোর আগেই পুরোদমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ। আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতির বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের সব বুথ নিয়ে সমাবেশ। প্রায় ১৭ হাজার দলীয় প্রতিনিধিকে নিয়ে বৈঠক। ১৮৪০ জন ব্লক সভাপতিকে বৈঠকে থাকতে বলা হয়েছে। থাকবেন দলীয় সাংসদ-বিধায়করাও। সমাবেশে বুথ স্তরে কর্মসূচি ঠিক করে দেওয়া হবে। কোনও কোনও ইস্যুতে জনসংযোগ বাড়াতে হবে তাও বলে দেবেন নেত্রী।

শিক্ষক নিয়োগ থেকে, গরু-কয়লা পাচার, হেভিওয়েট নেতা-মন্ত্রীর গ্রেফতারিতে জেরবার রাজ্যের শাসক শিবির। যদিও পঞ্চায়েত ভোটে এসব কোনও ফ্যাক্টর হবে না বলে মত তৃণমূলের। দুর্নীতি ইস্যুতে বারবার শাসকদলকে বিদ্ধ করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দল যে ঝড়ের মুখ দাঁড়িয়ে, তা স্বীকার করে নিয়েছেন খোদ নেত্রীও। সেই পরিস্থিতিতে দলকে সংযত হওয়ার পাঠ পড়াচ্ছেন শীর্ষ নেতৃত্ব। আগামী  নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়াড়ি বৈঠক করছেন জেলা নেতৃত্বের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও সুসংযত ও দলীয় শৃঙ্খলা পরায়ণ হওয়ার পাঠ পড়ানো হচ্ছে। দলের কোনও নেতা কিংবা ব্যক্তি বিশেষের দুর্নীতির দায় যে দল নেবে না, সে বার্তাও দেওয়া হয়েছে স্পষ্ট করে।