Mamata Banerjee: ‘কঙ্কালকাণ্ডের নায়কদের থেকে বড় বড় কথা শুনব না’, সিপিএমকে নিশানা মমতার
Mamata Banerjee: গত কয়েকদিন ধরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের অন্দরে যে শোরগোল পড়ে গিয়েছে, তার প্রভাব বিভিন্ন জেলাতেও দেখা গিয়েছে। বুধবার কালীঘাটের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শুনিয়ে রাখেন, দলে কোনও ভেদাভেদ তিনি প্রশ্রয় দেবেন না।
কলকাতা: পশ্চিম মেদিনীপুরের নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সেই বৈঠকে সিপিএমকে এক হাত নেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের দাবি, এদিন বৈঠকে মমতা বলেন, কঙ্কালের নায়কদের থেকে কোনও বড় বড় কথা তিনি শুনতে নারাজ। একইসঙ্গে এদিনের বৈঠক থেকে কেশিয়াড়ির সভাপতি পরিবর্তনেরও নির্দেশ দেন তিনি। পদ থেকে সরানোর নির্দেশ দেন কেশিয়াড়ির সভাপতি শ্রীনাথ হেমব্রমকে।
গত কয়েকদিন ধরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের অন্দরে যে শোরগোল পড়ে গিয়েছে, তার প্রভাব বিভিন্ন জেলাতেও দেখা গিয়েছে। বুধবার কালীঘাটের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শুনিয়ে রাখেন, দলে কোনও ভেদাভেদ তিনি প্রশ্রয় দেবেন না।
দলের যাঁরা পুরনো নেতা, তাঁদেরও সক্রিয় হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেন রায়দের সকলের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন তিনি। দীনেন রায়, অজিত মাইতিদের সকলকে নিয়ে কথা বলার নির্দেশ দেন দলনেত্রী।
একইসঙ্গে এদিন জুন মালিয়ার ভূয়সী প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সূত্রের খবর, মমতা বৈঠকে সকলের মাঝেই বলেন, ‘জুন খুব ভাল। ও একজন ফিল্ম স্টার। ওকে আমরা আরও অনেক বড় জায়গায় নিয়ে যাব।’