Kolkata Traffic: ফুর্তির প্রাণ গড়ের মাঠ, বড়দিনে আকণ্ঠ মদ খেয়ে-ট্রাফিক আইন ভেঙে পুলিশের খাতায় নাম তুললেন ক’জন?

Kolkata Police: বড়দিনের রাতে দেদার ফূর্তি। কেউ মদ্যপ অবস্থায় বাইক হাঁকিয়েছেন, কেউ আবার ধার ধারেননি ট্রাফিক আইনের। কারও আবার মাথায় ছিল না হেলমেট। কলকাতায় ট্রাফিক পুলিশে ২৪৭ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, যার মধ্যে বিনা হেলমেটে মোটর সাইকেল চালানোর অভিযোগ রয়েছে ১৩১টি।

Kolkata Traffic: ফুর্তির প্রাণ গড়ের মাঠ, বড়দিনে আকণ্ঠ মদ খেয়ে-ট্রাফিক আইন ভেঙে পুলিশের খাতায় নাম তুললেন ক'জন?
প্রতীকী চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 1:38 PM

কলকাতা: সোমবার গভীর রাতে নিউমার্কেট থানা এলাকায় বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৩২ বছরের এক যুবক। ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা মারেন রাহুলকুমার তিওয়ারি নামে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল হাওড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাহুলের মাথায় হেলমেট ছিল না। হেলমেট বাইকের পাশে ঝোলানো অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে খবর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও দেখা হচ্ছে পুলিশের তরফে।

বড়দিনের রাতে দেদার ফুর্তি। কেউ মদ্যপ অবস্থায় বাইক হাঁকিয়েছেন, কেউ আবার ধার ধারেননি ট্রাফিক আইনের। কারও আবার মাথায় ছিল না হেলমেট। কলকাতায় ট্রাফিক পুলিশে ২৪৭ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, যার মধ্যে বিনা হেলমেটে মোটর সাইকেল চালানোর অভিযোগ রয়েছে ১৩১টি। একসঙ্গে তিনজন মোটর সাইকেলে চেপে বেরোনোর অভিযোগ রয়েছে ৮৪টি। মদ্যপ অবস্থায় বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অন্যান্য কারণে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলকাতা ট্রাফিক পুলিশের।

প্রতি বছরই বছর শেষের উন্মাদনায় মাতে শহর কলকাতা। সেখানেই বাঁধন ছাড়া আনন্দ করতে গিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিপাকে পড়েন বহু। শুধু আইনি বিপাকই নয়, জীবনের ঝুঁকিও নিয়ে ফেলেন এই উৎসবে গা ভাসাতে গিয়ে অনেকে। রবিবার রাতের পর সোমবার বড়দিনেও উৎসবমুখী শহরে লাগাতার নজরদারি চালিয়েছে পুলিশ। তাতেই প্রায় আড়াইশোটি ট্রাফিক আইন ভাঙার অভিযোগ সামনে এসেছে।