Local Train Cancelled: ফের ট্রেন বাতিল হাওড়ায়, টানা ১৬ দিন বাতিল একগুচ্ছ ট্রেন

Local Train Cancelled: বাতিল থাকছে হাওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে দুঃখপ্রকাশও করা হয়েছে।

Local Train Cancelled: ফের ট্রেন বাতিল হাওড়ায়, টানা ১৬ দিন বাতিল একগুচ্ছ ট্রেন
লোকাল ট্রেন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 12:01 AM

কলকাতা: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। ট্রেন বাতিল (Local Train Cancelled) হাওড়া (Howrah) শাখায়। হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে ওভারহেড বিদ্যুতের কাজ হবে। সেই সঙ্গে চলবে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। সে কারণেই আগামী ১২ অগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা থাকছে এই লাইনে। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বাতিল থাকছে হাওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে দুঃখপ্রকাশও করা হয়েছে। 

বাতিলের তালিকায় থাকছে যে সমস্ত লোকাল

১২.০৮.২০২৩ (শনিবার), ১৭.০৮.২০২৩ (বৃহস্পতিবার), ১৯.০৮.২০২৩ (শনিবার), ২২.০৮.২০২৩ (মঙ্গলবার), ২৪.০৮.২০২৩ (বৃহস্পতিবার), ২৬.০৮.২০২৩ (শনিবার)  বর্ধমান থেকে বাতিল ০৩০৫২। হাওড়া থেকে বাতিল ৩৫৮৫৭। 

১২.০৮.২০২৩ (রবিবার), ১৪.০৮.২০২৩ (সোমবার), ১৫.০৮.২০২৩ (মঙ্গলবার), ২০.০৮.২০২৩ (রবিবার), ২৭.০৮.২০২৩ (রবিবার) বর্ধমান থেকে বাতিল: ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২। হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১। ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৮১। 

১৬.০৮.২০২৩ (বুধবার), ১৮.০৮.২০২৩ (শুক্রবার), ২১.০৮.২০২৩ (সোমবার), ২৩.০৮.২০২৩ (বুধবার), ২৫.০৮.২০২৩ (শুক্রবার), ২৮.০৮.২০২৩ (সোমবার) হাওড়া থেকে বাতিল ০৩০৫১, বর্ধমান থেকে বাতিল ৩৭৭৮২, ৩৭৮১২।