President in Kolkata: মেলে না সব পরিষেবা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে জানালেন ঝাড়গ্রামের আদিবাসীরা

President in Kolkata: সোমবার সকালেই কলকাতায় পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সকালে বিমানবন্দরে অবতরণের পর নেতাজি ভবনে যান তিনি।

President in Kolkata: মেলে না সব পরিষেবা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে জানালেন ঝাড়গ্রামের আদিবাসীরা
দ্রৌপদী মুর্মু (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 6:36 PM

কলকাতা: কলকাতায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে ১১ জন আদিবাসী রাজভবনে এসে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে। ঝাড়গ্রাম বা জঙ্গলমহল এলাকায় একাধিক পরিষেবা নেই বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। সেগুলি যাতে তৈরি করা যায়, তার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানালেন ওই আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে হস্টেল, আবাস যোজনার ঘর প্রত্যেকটি পরিষেবা যাতে তাঁদের এলাকায় পৌঁছতে পারে, তার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

দীর্ঘক্ষণ ওই সদস্যরা রাষ্ট্রপতির কাছে রাজভবনে ছিলেন। অভিযোগ জানানোর পর তাঁরা বেরিয়ে যান। জানা গিয়েছে, রাষ্ট্রপতি তাঁদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। আদিবাসী সদস্যরা এদিন রাজভবন থেকে বেরিয়ে জানান, তাঁরা তাঁদের নানা অসুবিধার কথা জানিয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যাতে আরও বেশি পড়াশোনা করতে পারে, শিক্ষিত হতে পারে, সে কথাই বলা হয়েছে রাষ্ট্রপতিকে।

সোমবার সকালেই কলকাতায় পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সকালে বিমানবন্দরে অবতরণের পর নেতাজি ভবনে যান তিনি। সেখান থেকে বেরিয়ে যান জোড়াসাঁকোয়। এরপর দুপুরেই পৌঁছে যান রাজভবনে। সেখানে সারেন মধ্যাহ্নভোজ। দুপুর সাড়ে ৩ টে নাগাদ রাজভবনে প্রবেশ করেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রায় এক-দেড় ঘণ্টা ভিতরে ছিলেন তাঁরা।

আদিবাসী প্রতিনিধি হিসেবে দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর তাঁর সঙ্গে রাজ্যের এই আদিবাসীদের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।