Mamata Attacks Amit Shah: ‘ওদের মুখোশ খুলে গিয়েছে’, আম্বেদকর মন্তব্যে শাহকে তীব্র আক্রমণ মমতার
Mamata Attacks Amit Shah: মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্ক চলাকালীন লাগাতার হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। তখনই আম্বেদকর নিয়ে মন্তব্য করতে গিয়ে সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা আক্রমণে নামে রাহুল ব্রিগেডও।
এখানেই না থেমে মমতা আরও লেখেন, ‘লক্ষ লক্ষ মানুষ আম্বেদকররে আদর্শের দ্বারা অনুপ্রাণিত। অমিত শাহের এই মন্তব্য তাঁদের সকলের জন্য অপমানজনক। কিন্তু, যে দলের ভিতরে ঘৃণা, ধর্মান্ধতার চাষ তাঁদের কাছে এর থেকে বেশি আর কী আশা করা যায়? আম্বেদকর সংবিধানের জনক। শাহের আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর উপরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর একটি আক্রমণের সামিল।’ কিন্তু, বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়?
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্ক চলাকালীন লাগাতার হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। তখনই আম্বেদকর প্রসঙ্গ নিয়ে বলে বসেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।’’ তাঁর এ মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। চাপানউতোর শুরু হয়ে যায় দিল্লি রাজনীতির পাড়াতেও। কংগ্রেস-সহ বিরোধী শিবিরের ক্ষোভের মুখে পাল্টা মুখ খুলতে শুরু করেন পদ্ম শিবিরের তাবড় তাবড় নেতারাও। এবার মুখ খুলতে দেখা গেল মমতাকে।