Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, গোপন জবানবন্দি দিলেন উদয়নের পুত্রবধূ
Suvendu Adhikari: ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকেই সুকান্তর নম্বর প্রকাশ করার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তরজা শুরু ফোন নম্বর নিয়ে।
কলকাতা: ফোন নম্বর নিয়ে সরগরম রাজনীতি। তৃণমূলের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করে দেওয়ায় যে বিতর্কে সূত্রপাত হয়, সেটাই এবার গড়াল কোর্টে। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গোপন জবানবন্দি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহ। হেনস্থার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অপরূপা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার তাঁর জবানবন্দি নেওয়া হয় নিম্ন আদালতে। অভিযোগ ছিল, অপরূপার ফোন নম্বর ভাইরাল করে দেন শুভেন্দু। এরপরই নাকি তাঁর ফোন নম্বরে একের পর এক অশ্লীল মেসেজ আসতে থাকে।
জানা গিয়েছে, এদিন ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দী দিয়েছেন উদয়নের পুত্রবধূ। ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। প্রথমে ফেসবুক বার্তায় গোটা বিষয়টি জানিয়েছিলেন অপরূপা। পরে কলকাতার ফুলবাগান থানায় এফআইআর দায়ের হয়।
সম্প্রতি ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকেই সুকান্তর নম্বর প্রকাশ করার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নম্বর প্রকাশ করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, এভাবে নম্বর ভাইরাল করে দেওয়ার সংস্কৃতি তাদের নয়।
এরই মধ্যে অপরূপা ফেসবুক পোস্টে জানান, অভিষেকের দেওয়া দুটি নম্বরের একটিতে ১০০ দিনের টাকা চাই বলে একটি মেসেজ করে ১০০ দিনের টাকা চেয়েছিলেন তিনি। এরপরই নাকি তাঁর ফোনে নানা ধরনের ফোন আসা হয়। শুভেন্দু অনুগামীরা তাঁকে ফোন করে গালিগালাজ করেন বলেও অভিযোগ।