ফের উচ্চ প্রাথমিকের নিয়োগে গরমিল! হাইকোর্টে শুনানি শুরুর আগেই এসএসসি ভবনের সামনে শুরু বিক্ষোভ
Upper Primary: নম্বর আপলোড করার সময় 'সাকসেসফুল' দেখালেও তালিকায় সমস্যার উল্লেখ রয়েছে।
কলকাতা: আজই আদালতে উঠবে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা। আর তার আগেই সামনে এল নতুন অভিযোগ। শুক্রবার হাই্কোর্টে শুনানি শুরু হওয়ার আগেই এসএসসি ভবনের সামনে শুরু হয়েছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশ মেনে গতকালই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ফের গরমিলের অভিযোগ নিয়ে সরব হলেন চাকরিপ্রার্থীরা। তালিকায় কারও কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে নম্বর ঠিক মতো আপলোড হয়নি। রিজেক্ট লিস্টে থাকা সেই প্রার্থীদের দাবি, তাঁদের আপলোড ‘সফল’ দেখানো হয়েছিল এসএসসির ওয়েবসাইটে। বার বার কেন এই জটিলতা, উঠছে প্রশ্ন।
হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার নতুন করে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকায় নামের পাশে নম্বরও দেওয়া হয়। এরপর শুক্রবার সকালে একাধিক চাকরিপ্রার্থী হাজির হন এসএসসি ভবনের সামনে। তাঁদের দাবি, লিস্টে তাঁদের নামের পাশে অন্যান্য পরীক্ষার ফলাফল আপলোড হয়নি বলে দেখা যাচ্ছে।কারও মাধ্যমিক বা কারও উচ্চ মাধ্যমিকের নম্বর আপলোড হয়নি বলে দেখানো হয়েছে সেখানে। অথচ প্রার্থীদের দাবি, তাঁরা যখন ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করেছিলেন, তখন তা ‘সাকসেসফুল’ দেখানো হয়েছিল। সেই প্রিন্ট আউটও রয়েছে তাঁদের কাছে।
শুধু তাই নয়, প্রার্থীরা জানিয়েছেন, কারও নম্বর আপলোডে সমস্যা হলে একটি বিশেষ মেল আইডি থেকে মেল করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু কোনও মেল যায় নি তাঁদের কাছে। অথচ আজ তালিকা বেরনোর পর দেখা যাচ্ছে তাঁরা রিজেক্ট লিস্টে রয়েছেন।
এ দিকে, আজ দুপুর ২ টোয় উচ্চ প্রাথমিকের মামলার শুনানি হবে হাইকোর্টে। এর আগে উচ্চ প্রাথমিক মামলায় স্বচ্ছতার সঙ্গে লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। নামের পাশে প্রার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানির আগে প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ লিস্ট। এসএসসি-র ওয়েবসাইটে রয়েছে সেই তালিকা।
আরও পড়ুন: কে হবেন পিএসি চেয়ারম্যান? আজ নাম ঘোষণার সম্ভাবনা বিধানসভায়
নম্বর নিয়েই অভিযোগ ছিল প্রার্থীদের। মামলায় আভিযোগকারীরা জানিয়েছিলেন, নম্বর বেশি থাকা সত্ত্বেও ওই তালিকায় জায়গা হয়নি অনেকের। অথচ, অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও অনেকের নাম তালিকায় উঠেছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেছিলেন, ‘স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুন, আমি অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহার করে নেব। নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি যাদের আবেদন খারিজ করা হয়েছে তাদের তালিকা, নম্বর এবং খারিজের কারণ দিয়ে প্রকাশ করতে হবে। সাত দিনের মধ্যে এই তালিকা তৈরি করে আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ শুরুর নির্দেশ দেন। কিন্তু, আপাতত এই জটিলতায় আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া।