Vande Bharat Inauguration Live: হাওড়ার ২২ নম্বর প্লাটফর্ম থেকে পথ চলা শুরু হল দেশের সপ্তম ‘বন্দে ভারতে’র
Vande Bharat Inauguration Live: শুক্রবার হাওড়া থেকে পথচলা শুরু করছে বন্দে ভারত এক্সপ্রেস।
হাওড়া স্টেশনে সাজো সাজো রব। শুক্রবারই হাওড়া থেকে গড়াবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। বাংলার প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত ট্রেন হতে চলেছে এটি। হাওড়া থেকে জলপাইগুড়ি যাবে এই ট্রেন।
LIVE NEWS & UPDATES
-
মাতৃভূমিকে সবার আগে রেখেই কাজ করা উচিত: মোদী
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পংক্তি উল্লেখ করে মোদী বলেন, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত দেশের উন্নয়নের কাজে লাগানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তাই মাতৃভূমিকে সবার আগে রেখেই কাজ করা উচিত।
-
২০১৪ থেকে দ্রুতগতিতে বেড়েছে মেট্রো রুট: মোদী
প্রধানমন্ত্রীর দাবি, ২০১৪-র আগে গোটা দেশে ২৫০ কিলোমিটারেরও কম ছিল। তার মধ্যে সবথেকে বেশি রুট ছিল রাজধানী দিল্লিতে। ২০১৪ সালের পর খুব দ্রুত সেই পরিস্থিতি বদলে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অন্য়ান্য শহরে মেট্রো প্রকল্প আরও বাড়ানো হচ্ছে বলে উল্লেখ করে মোদী বলেন, জোকা-বিবাদীবাগ মেট্রো তারই অংশ।
-
-
রেলের আধুনিকীকরণের উদ্যোগের কথা বললেন মোদী
রেলে যুক্ত হয়েছে ভিস্তাডোম কোচ, বিমাবন্দরের চেহারা দেওয়া হচ্ছে স্টেশনগুলিকে, একথা উল্লেখ করে মোদী বলেন, ‘রেলে যে উন্নতি হচ্ছে, তা আগে কখনও হয়নি।’ তাঁর দাবি, গত ৮ বছর ধরে ভারতীয় রেল আধুনিকীকরণের উদ্দেশে কাজ করেছে।
-
আদিগঙ্গা পুনরুদ্ধারে খরচ হবে ৬০০০ কোটি: মোদী
প্রধানমন্ত্রী বলেন, ‘আদিগঙ্গা নদীর অবস্থা ভাল নয়। আদিগঙ্গা পুনরুদ্ধারের জন্য ৬০০০ কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।’ নদী যাতে নোংরা না হয়, তার জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মোদী।
-
ভার্চুয়াল মাধ্য়মে বক্তব্য পেশ করছেন মোদী
আজ হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেনের পথ চলা শুরু হল। ৫০০০ কোটি টাকা খরচে জোকা-এসপ্লানে় মেট্রো রুটের কাজ হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য আরও বাড়বে।
-
-
চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের
মুখ্যমন্ত্রী, রাজ্যপালের উপস্থিতিতে হাওড়া থেকে শুরু হল বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা। হাওড়ার ২২ নম্বর প্লাটফর্ম থেকে গড়াল চাকা। নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে রওনা হল ট্রেনটি। কড়া নিরাপত্তায় মোড়া গোটা স্টেশন চত্বর।
-
বক্তব্যে মোদীকে সমবেদনা জানালেন মমতা
বক্তব্যের শুরুতেই মোদীকে সমবেদনা জানালেন মমতা। মায়ের শেষকৃত্য সম্পন্ন করেই ভার্চুয়াম মাধ্যমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই অনুষ্ঠান ছোট করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূত্রপাত হয়েছিল। আজ সেই ট্রেন উদ্বোধন হওয়ায় তিনি খুশি বলে জানান মুখ্যমন্ত্রী। শেষে ফের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি জানি না কী ভাবে আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাব। আপনার মা মানে আমাদেরও মা। আমার মায়ের কথাও মনে পড়ছে আজ।
-
মোদীর পরিকল্পনাতেই বন্দে ভারত: রেল মন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী নতুন এই বন্দে ভারতের রুট চালু করা হয়েছে বলে উল্লেখ করলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
-
হাওড়া স্টেশনে উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি
ট্রেন উদ্বোধনের আগেই হাওড়া স্টেশনে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতিতেই বিজেপি কর্মীরা ওই স্লোগান তোলেন। তবে দেখা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার হাত নেড়ে কর্মীদের থামানোর চেষ্টা করতেন।
-
হাওড়া স্টেশনে উপস্থিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা থাকলেও মায়ের প্রয়াণের পর তাঁর বাংলা সফর বাতিল হয়েছে। তবে ভার্চুয়ালি তিনি ওই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Published On - Dec 30,2022 11:18 AM