Waqf Property: বাংলায় কত সম্পত্তি ওয়াকফের হাতে? জনগণের সেবায় কতটুকু লেগেছে?
Waqf Property: ওয়াকফ বোর্ড এই সম্পত্তি নিয়ে কী করে? নিয়ম অনুযায়ী, কল্যাণমূলক কাজেই ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা হয়। দেশজুড়েই ওয়াকফ বোর্ড ও কাউন্সিল এমন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে।

কলকাতা: দেশজুড়ে সবথেকে বেশি চর্চায় একটাই বিষয়-ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা, রাজ্যসভায় ম্যারাথন আলোচনা চলেছে এই বিল নিয়ে। দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। আইনে পরিণত হওয়া থেকে তা আর এক ধাপ দূরে। এর মধ্যেই নানা দাবি-বিতর্ক সামনে এসেছে। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে কত সম্পত্তি রয়েছে ওয়াকফের?
কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ওয়াকফ সম্পত্তির সংখ্যা ৮০,৪৮০। ৩৮০টি ওয়াকফ সম্পত্তি দখলে রয়েছে। সেগুলি থেকে ভাড়া আদায় করে ওয়াকফ বোর্ড। এর মধ্যে নামকরা ক্যালকাটা গলফ ক্লাব ও টলিগঞ্জ ক্লাবও রয়েছে। বছরে ১৮ লক্ষ টাকাও বেশি ভাড়া দেয় তারা ওয়াকফ বোর্ডকে।
ওয়াকফ বোর্ড এই সম্পত্তি নিয়ে কী করে? নিয়ম অনুযায়ী, কল্যাণমূলক কাজেই ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা হয়। দেশজুড়েই ওয়াকফ বোর্ড ও কাউন্সিল এমন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে।
- পশ্চিমবঙ্গে ওয়াকফের মোট সম্পত্তির মধ্যে ৪টিতে তৈরি করা হয়েছে মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা।
- ১৯টি ওয়াকফ সম্পত্তিতে রয়েছে মুসলিম পুরুষ ও মহিলাদের জন্য হস্টেল।
- ৯টি ওয়াকফ সম্পত্তিতে গড়ে উঠেছে হাসপাতাল ও ডিসপেনসারি।
- এছাড়া ওয়াকফের ১৫৮টি সম্পত্তিতে রয়েছে স্কুল।
- বীরভূমের পাথরচাপড়িতে একটি ওয়াকফ সম্পত্তি উপর তৈরি হয়েছে শপিং কমপ্লেক্সও।





