CV Ananda Bose: পাক বধের পর শুভেচ্ছা জানিয়ে ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের
ক্রিকেটের সবথেকে বড় প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। পাক বধের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয় এ রাজ্যের ক্রিকেট প্রেমীদের তরফে ভারতীয় ক্রিকেট দলকে রাজভবনে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
কলকাতা: অতীতের ধারা বজায় রেখে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের পাকিস্তানকে হারিয়েছে ভারত। আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছে রোহিত ব্রিগেড। ক্রিকেটের সবথেকে বড় প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। পাক বধের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয় এ রাজ্যের ক্রিকেট প্রেমীদের তরফে ভারতীয় ক্রিকেট দলকে রাজভবনে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডল (অতীতের টুইটার) থেকে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, নিজে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আনন্দ বোস ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য। তিনি ভারতীয় দলকে রাজভবনে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমী মানুষের হয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।”
Hon Governor today congratulated the Indian Cricket team on their magnificent win against Pakistan. He has also invited them to visit Raj Bhavan as honored guests to felicitate them on behalf of the cricket loving people of West Bengal. #IndiaVsPakistan pic.twitter.com/dRObIfkfCM
— Governor of West Bengal (@BengalGovernor) October 14, 2023
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতের এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেছে ভারত।
Team India all the way!
A great win today in Ahmedabad, powered by all round excellence.
Congratulations to the team and best wishes for the matches ahead.
— Narendra Modi (@narendramodi) October 14, 2023