Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBPDCL: দেশে সামগ্রিকভাবে বিদ্যুতে প্রথম বাংলা, শীর্ষস্থানে রাজ্যের ৪ তাপবিদ্যুৎ কেন্দ্র

WBPDCL: ভারত সরকারের এমওপি-র অধীনে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে, যা দক্ষতার ওপর ভিত্তি করে  প্ল্যান্ট লোড ফ্যাক্টরের উপর গণনা করা হয়।

WBPDCL: দেশে সামগ্রিকভাবে বিদ্যুতে প্রথম বাংলা, শীর্ষস্থানে রাজ্যের ৪ তাপবিদ্যুৎ কেন্দ্র
সাঁওতালডিহি টিপিএসImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 1:38 PM

কলকাতা:  দেশের মধ্যে সামগ্রিকভাবে বিদ্যুতে প্রথম বাংলা। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিও দেশের প্রথমসারিতে WBPDCL। PLF (মোট উৎপাদন ক্ষমতার মধ্যে গড়ে কতটা ব্যবহার হচ্ছে) হিসাব অনুযায়ী, ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে বাংলার চারটি তাপ বিদ্যুৎ কেন্দ্র।

প্রথম: সাঁওতালডিহি টিপিএস

দ্বিতীয়: বক্রেশ্বর

চতুর্থ: সাগরদিঘি

নবম: ব্যান্ডেল

ভারত সরকারের এমওপি-র অধীনে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে, যা দক্ষতার ওপর ভিত্তি করে  প্ল্যান্ট লোড ফ্যাক্টরের উপর গণনা করা হয়। বিদ্যুৎ উৎপাদনের নিরিখে দেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে টপকে শীর্ষে উঠে এসেছে  সাঁওতালডিহি টিপিএস। ২০২৪-২৫ বর্ষে পিএলএফ (অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতার মধ্যে গড়ে কতটা ব্যবহার হচ্ছে) , তা হল ৯৪.৩৮ শতাংশ।  সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ’ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পারা অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। ১৯৭৪ সালের ১ জানুয়ারি উদ্বোধন করা হয়। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট।

এছাড়াও, দ্বিতীয় বক্রেশ্বর- পিএলএফ – ৯৩.৩ শতাংশ

সাগরদিঘি চতুর্থ-পিএলএফ – ৯০.৯ শতাংশ

ব্যান্ডেল নবম স্থানে- পিএলএফ – ৮৯.২ শতাংশ

একই সঙ্গে WBPDCL কোম্পানি হিসাবে দেশের সেরা হয়েছে। পিএলএফ ৮৮.৯ শতাংশ। এক্ষেত্রে NTPC (পিএলএফ ৭৬.১ শতাংশ), DVC (পিএলএফ ৭৫.৭ শতাংশ), আদানি পাওয়ার (পিএলএফ ৭৩.০২ শতাংশ), রিলায়েন্স পাওয়ার (পিএলএফ ৭৭.৮ শতাংশ), TATA (পিএলএফ ৭২ শতাংশ) মতো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোকে ছাপিয়ে গিয়েছে ডব্লিউ বিপিডিসিএল (WBPDCL) দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের ব়্যাঙ্কিং প্রতিবছর প্রকাশিত হয়। WBPDCL গত ২ বছরে ৩৫ শতাংশ বৃদ্ধি করেছে বলে সূত্রে খবর।

তাপবিদ‍্যুৎ উৎপাদনের এই স্বীকৃতি ছাড়াও ডব্লিউবিপিডিসিএলের ৪২৬৫, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সুপার ক্রিটিক্যাল ইউনিট খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চলেছে । সেটি সম্পূর্ণ হলে তা দেশের মধ‍্যে আরও একটি নতুন মাইলফলক তৈরি করবে বলে জানিয়েছেন ডব্লিউবিপিডিসিএলের চিফ ম‍্যানেজিং ডিরেক্টর পি বি সালিম।