Weather Update: নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি, দোসর অস্বস্তিকর গরম, আবহাওয়ার সমস্ত আপডেট জানুন

Kolkata Weather Update: নিম্নচাপের প্রভাবের জন্য দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

Weather Update: নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি, দোসর অস্বস্তিকর গরম, আবহাওয়ার সমস্ত আপডেট জানুন
আবহাওয়ার পূর্বাভাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 9:44 AM

কলকাতা: ভোরবেলায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে বেলা যত বেড়েছে আর সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটি অবস্থান করছে। ধীরে-ধীরে সেটি পশ্চিম দিকে সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগঢ়ের উপর অবস্থান করবে।

নিম্নচাপের প্রভাবের জন্য দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়াতে। আগামিকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবারের পর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কমবে বৃষ্টি। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।

অপরদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং-কালিম্পং- জলপাইগুড়ি-আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি।