পূবালী হাওয়ার জেরে আগামী সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা
বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। অন্যদিকে দাপট বাড়াচ্ছে পূবালী হাওয়া। এর জেরে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে।
কলকাতা: বছরের শুরুতেই নিম্নমুখী পারদ। শনিবার সামান্য কমল তাপমাত্রা। রবিবার ও সোমবার পরিস্থিতির খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে।
আরও পড়ুন: আজ বাংলার তিন জায়গায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। অন্যদিকে দাপট বাড়াচ্ছে পূবালী হাওয়া। এর জেরে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে।
আরও পড়ুন: ব্রিটেন ফেরত বাংলার আরও দু’জন কোভিড-১৯ পজিটিভ!
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই রবিবার থেকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, জম্মু-কাশ্মীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার জম্মু-কাশ্মীরের লাদাখ, মজফ্ফরবাদে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও। লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, পদুচেরীতে বৃষ্টির পূর্বাভাস। কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।