মেঘলা আকাশ, পৌষেও বেলা বাড়তেই শুরু অস্বস্তি
কুয়াশার চাদরে ঢেকেছে কোচবিহার। শীতের আমেজও এক লাফে অনেকটা বেড়েছে। ডুয়ার্সেও একই ছবি।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা পাঁচ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু অন্য ছবি। কুয়াশার চাদরে ঢেকেছে কোচবিহার। শীতের আমেজও এক লাফে অনেকটা বেড়েছে। রাস্তার ধারে কাঠ জ্বালিয়ে হাত সেঁকছেন বহু মানুষ। ডুয়ার্সেও ঘন কুয়াশা। নেমেছে তাপমাত্রার পারাও।
আরও পড়ুন: আপডেট: কয়লাকাণ্ডে সকাল থেকে অভিযান ইডির, কলকাতা, হুগলিতে হানা ১২টি দলের
পূবালি হাওয়া ও ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু, পদুচেরী-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী চার পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমতে পারে অনেকটাই। কনকনে ঠান্ডা উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।