আরও খানিকটা চড়ল পারদ, পৌষ সংক্রান্তির আগে শীত ফেরার সম্ভাবনাই নেই

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও খানিকটা চড়ল পারদ, পৌষ সংক্রান্তির আগে শীত ফেরার সম্ভাবনাই নেই
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 9:28 AM

কলকাতা: আরও চড়ল পৌষের পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা নামার যে কোনও সম্ভাবনাই নেই, তাও আভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মকর সংক্রান্তিতে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: প্রমোটিংয়ের জন্য বাড়ি ছাড়তে হবে, ‘হুমকি’ ভাড়াটে পরিবারকে

গত কয়েকদিনে রোজই পারদ ঊর্ধ্বমুখী। প্রথমদিকে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও রাতের কলকাতায় বেশ ঠান্ডা অনুভূত হতো। দু’ তিনদিন ধরে রাতের তাপমাত্রাও বেশি। হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। একইসঙ্গে পূবালী হাওয়ার দাপটে বাড়ছে জলীয় বাষ্প। এই জোড়া ফলায় বিদ্ধ বাংলার শীত। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। এভাবে পৌষের সকালে বেমালুম ঠান্ডা উধাও হয়ে যেতে পারে তা সত্যিই অবাক করার মতো।

আরও পড়ুন: এই দু-তিন মাস যেন ‘স্বাস্থ্যসাথী’র রোগীদের প্রত্যাখ্যান না করা হয়, আবেদন রাজ্যের

রবিবার কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বেলা বাড়লে তাপমাত্রাও বাড়বে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।