উঠছে পারদ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়াল

গত দু'দিনে তাপমাত্রা বাড়ল আড়াই ডিগ্রি। চলতি সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস।

উঠছে পারদ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়াল
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 10:14 AM

কলকাতা: ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে কলকাতার পারদ। গত দু’দিনে তাপমাত্রা বাড়ল আড়াই ডিগ্রি। জানুয়ারির প্রথম সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। বেলার দিকে তা আরও কিছুটা বাড়তে পারে বলেই মনে করছে আবহাওয়া অফিস। এরইমধ্যে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি।

আরও পড়ুন: আপডেট: সৌরভকে দেখতে কলকাতায় দেবী শেঠি

ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে ভালই ব্যাটিং করেছে শীত। ঝলমলে রোদ আর কনকনে উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত মালুম হয়েছে বঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মেদিনীপুরের মতো জেলাগুলিতে রীতিমতো শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু জানুয়ারির শুরুতেই পিঠ দেখাতে শুরু করেছে শীত। কয়েকটি জেলা বাদ দিলে গত দু’দিনে বাংলায় কনকনে শীতের আমেজ উধাও। কখনও কখনও সরিয়ে রাখতে হচ্ছে সোয়েটার, চাদর।

আরও পড়ুন: বোলেরো-লরির মুখোমুখি সংঘর্ষ, পথের বলি ৪

মঙ্গলবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের উঁকি। আকাশ দিনভরই পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ। বৃহস্পতিবার নাগাদ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাবের আভাস পাওয়া যাচ্ছে।