গুটি গুটি পায়ে বাংলা ছাড়ছে শীত, কবে থেকে বাড়বে তাপমাত্রা জানাল হাওয়া অফিস
গত কয়েকদিন ধরে ঠান্ডা প্রায় উধাও কলকাতায়। বেলার দিকে রীতিমতো গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিস বলছে এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।
কলকাতা: শীতের বিদায়বেলা আসন্ন। বৃহস্পতিবার থেকেই বাড়তে শুরু করেছে পারদ। এদিন সকালে পনেরো’র ঘরে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও খানিকটা বাড়বে। আগামী কয়েকদিনে পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হবে। খাস কলকাতায় সরস্বতী পুজোয় শীতের আমেজ মিলবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।
এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে তা আরও কিছুটা বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। তবে জেলায় এখনই কাটছে না শীতের আমেজ। ফাগুনের শুরুতে সেখানে পরিবর্তনের হাওয়া।
আরও পড়ুন: ফের শাহি-সফর বঙ্গে, সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনতে কান খাড়া মতুয়াদের
হাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এর কাছাকাছিই থাকবে তাপমাত্রা।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আর্দ্রতা সর্বোচ্চ ৯৯ শতাংশ। আলিপুর হাওয়া অফিস বলছে, সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ।