Weather Update: বৃহস্পতি থেকেই তুঙ্গে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ধেয়ে আসছে বাংলায়
Weather: বাংলা-ওড়িশার দিকে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার দুই জেলায় ও শনিবার ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: হয় অতিষ্ঠ করে দেওয়া বৃষ্টি, না হলে নিংড়ে নেওয়া গরম। গত কয়েকদিনে একেবারে নাজেহাল বঙ্গবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় একই অবস্থা। গত তিন চারদিনে আর্দ্রতাজনিত গরমে ঘরে-বাইরে ঘেমে নেয়ে একসা মানুষ। হাওড়া অফিস বলছে এবার আবারও গরম কমবে। তবে পুজোর মুখে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জায়গায় জায়গায় পুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছে। কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। বহু প্রতিমায় রঙের প্রলেপ পড়ে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ কুমোরপাড়ায়। কারণ, এমন বৃষ্টিতে প্রতিমার রং শুকনোর কাজে ব্যাঘাত যে ঘটবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে এমন বহু ছোট দোকান আছে, যেখানে মূর্তি তৈরির সম্পূর্ণ কাজই দোকানের সামনে ফাঁকা কোনও জায়গায় চলে। একেবারে রাস্তার ধারে। এমন অকাল বর্ষণ হলে কুমোরদের চিন্তা বাড়বে বৈকি।
বাংলা-ওড়িশার দিকে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার দুই জেলায় ও শনিবার ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর জেলায়। শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। শুক্রবারের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আবহবিদরা বলছেন, পরে তা দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তর ওড়িশা অভিমুখে এগোবে। মেঘলা আকাশ ও বৃষ্টির হাত ধরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকছে।