বসন্ত জাগ্রত দ্বারে! শীতের চাদর সরিয়ে বাংলায় ঋতুরাজের আগমন

এবার খামখেয়ালি শীতের (Winter) দাপাদাপি দেখা গিয়েছে বঙ্গে। পৌষের ভরা শীতেও কখনও কখনও রীতিমত গরম লেগেছে।

বসন্ত জাগ্রত দ্বারে! শীতের চাদর সরিয়ে বাংলায় ঋতুরাজের আগমন
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 9:05 AM

কলকাতা: ফাগুন হাওয়ায় হাওয়ায়। শীতের জড়তা কাটিয়ে নীরবেই বঙ্গে পদচারণ ঋতুরাজের। সোমবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়ার (Weather Update) গতিবিধি। ভোরের দিকে হালকা শীত থাকলেও বেলা বাড়তেই বদলাচ্ছে সে ছবি। সোমবার কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে তা আরও সামান্য বাড়তে পারে।

এবার শীতের মরসুম বেশ খামখেয়ালিই কাটল। টানা কয়েকদিন হাড় হিম করা ঠান্ডা। এরপরই হঠাৎ আবার বদলে গিয়েছিল আবহাওয়া। রীতিমত গরম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাড়ছিল অস্বস্তিও। সরস্বতী পুজো পর্যন্ত ভালই গরম মালুম হয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে ফের আবহাওয়া কিছুটা নরম হয়। হালকা ঠান্ডার আমেজ ফেরে কলকাতা-সহ শহরতলির জেলাগুলিতে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে মিলবে বসন্তের আমেজ।

সকালে অতি হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কারই থাকবে। রাতের দিকেও বাড়বে তাপমাত্রা। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।