Weather Update: ফাল্গুনেও পড়ছে শীত! আবার কমছে তাপমাত্রা
Weather Update: বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে রাজ্য়ের অনেক জায়গাতেই। তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়ে গিয়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তারপরও ঠাণ্ডা যাচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা: পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। শীত প্রায় যেতেই বসেছিল। বৃহস্পতিবার রাতে কার্যত গরমই অনুভূত হয়। লেপ-কম্বল গুছিয়ে ফেলার কথা ভাবছেন সবাই। কিন্তু আবার আবহাওয়া বদলের ইঙ্গিত। ফের কমছে তাপমাত্রা। অর্থাৎ শীতের পোশাক তুলে রাখার আগে আর একবার ভাবতে হবে। এখনই শীত যাচ্ছে না। তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তারপরও ঠাণ্ডা যাচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির পাট চুকে যাচ্ছে আপাতত। দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। শুক্রবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।