Weather Updates: ঘন কুয়াশায় মোড়া কলকাতা, হতে পারে বৃষ্টিও, ঝলমলে আকাশ নিয়ে কবে আসবে শীত?
Kolkata: এ বছরের শীতের মরসুমে ক্রমেই বিষবায়ু হয়ে উঠছে কলকাতার বাতাস। পরিবেশবিদরা বলছেন ক্রমেই খারাপ হচ্ছে শহরের আবহাওয়া। বাতাসের একিউএ -র মান কলকাতায় ক্রমেই নিম্নমুখী বলে দাবি করেছেন পরিবেশবিদরা
কলকাতা: শিরশিরানি হিমেল হাওয়া অনুভূত হচ্ছে সর্বত্র। তবে শীতের (Winter) দেখা নেই। নকল শীত আর বৃষ্টিতে জেরবার বঙ্গ। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট। বুধবারেও মুখভার আকাশের। কলকাতা-সহ জেলাতেও মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে কলকাতায়। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বলছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি কমবে। ফিরবে শীতের আমেজ। সকালে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।
আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পরিষ্কার হবে আকাশ। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে। ধীরে ধীরে ফিরবে শীত। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন হলে যদিও শীত স্থায়ী হবে না। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ইতিমধ্য়েই রবিবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে বিস্তর ক্ষতি হয়েছে চাষের। এই সময়টাই মূলত আলু চাষের মরসুম। শুধু আলুচাষ নয়, মরসুমি ফুলচাষেরও সময় এটিই। তাতেও বিস্তর ক্ষতি। আর সবজিচাষের এই ব্যাপক ক্ষতিতে টান পড়ছে মধ্যবিত্তের হেঁশেলে।
এখানেই শেষ নয়, এ বছরের শীতের মরসুমে ক্রমেই বিষবায়ু হয়ে উঠছে কলকাতার বাতাস। পরিবেশবিদরা বলছেন ক্রমেই খারাপ হচ্ছে শহরের আবহাওয়া। বাতাসের একিউএ -র (AQA) মান কলকাতায় ক্রমেই নিম্নমুখী বলে দাবি করেছেন পরিবেশবিদরা। ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবর, যাদবপুর,ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার একাধিক জায়গার বাতাসে একিউএর মান রীতিমতো ভয় ধরিয়েছে। বাতাসের গুণগত মান এতটাই খারাপ যে, বিশেষজ্ঞরা বলছেন দিল্লি দূষণের সঙ্গেও টেক্কা দিতে পারে কলকাতা। ফলে, শীতের কলকাতায় বাতাসে ধোঁয়াশার পরিমাণ বাড়ছে।
অন্যদিকে, বাংলায় বৃষ্টির বিপদ তো রয়েছেই। ভরা মাঘে এমন অকাল বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়াবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকেই কাঠগড়ায় তুলেছেন। সম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি বঙ্গে প্রবেশ করছে। যার জেরে পিছু হাঁটতে বাধ্য হয়েছে শীত। উল্টে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ‘হ্যাজার্ড অ্যাটলাস’ বলছে, বঙ্গে বারবার এভাবে আবহাওয়ার ঘনঘন পরিবর্তন প্রভাব ফেলবে জলবায়ুতেও। যার জেরে, ঘূর্ণিঝড়ের বিপদ বাড়বে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলায় রয়েছে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কাও। খরা দেখা দিতে পারে বীরভূম ও নদিয়ায়। গোটা রাজ্যেই হতে পারে অতিবৃষ্টিও।
আরও পড়ুন: পদপ্রাপ্তি শুভেন্দুর ভাই সৌমেন্দুর, জেলা বিজেপিতেও ‘বিদ্রোহের আঁচ’!