West Bengal Assembly: যাদবপুর নিয়ে উত্তাল হতে পারে বিধানসভা, কৌশল সাজাচ্ছে বিরোধী শিবির
West Bengal Assembly: যাদবপুরের ছাত্র-মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বারবার ঘটনার দায় এড়িয়েছে রাজ্য তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা: বর্ষাকালীন অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা। ভোট-সন্ত্রাসের অভিযোগ থেকে ডেঙ্গি, বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন বিজেপি বিধায়কেরা। এবার সেই অধিবেশনের দ্বিতীয় পর্ব নিয়েও পরিকল্পনা চলছে বিরোধী মহলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় পর্বের অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, ছাত্র-মৃত্যু নিয়ে যেন উত্তর তৈরি রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় মুলতুবি প্রস্তাব দেওয়ার কথাও ভাবছেন বিরোধী দলের বিধায়কেরা।
আগামী ২২ অগস্ট থেকে শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় পর্ব। সূত্রের খবর, যাদবপুরের ঘটনা নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হতে পারে বিজেপির তরফে। এই বিষয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির পরিষদীয় দলের অন্দরে। উল্লেখ্য, বুধবারই শুভেন্দু অধিকারী বলেছেন, বিধানসভায় ২২ অগস্ট হবে শুধুমাত্র যাদবপুরকাণ্ডের দিন। শাসক দল জবাব না দিতে পারলে বিধানসভা অচল করার কথাই ভাবছে বিজেপি।
অন্যদিকে, কোন কোন বিল এবার পেশ করা হতে পারে, তা নিয়েও আলোচনা সেরে রাখছেন বিজেপি বিধায়কেরা। চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাট্টা দেওয়ার বিষয়টি সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলি যদি বিল আকারে বিধানসভায় পেশ করা হয়, তাহলে কীভাবে সরব হবেন বিজেপির বিধায়করা, সেই আলোচনা সেরে রাখা হচ্ছে। এছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা হবে। পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় যেভাবে জায়গায় জায়গায় গুলি চলেছে বা বোমা পড়েছে, তার ক্ষেত্রে সরকারের ভূমিকা কী, তা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধী শিবির।