Justice Abhijit Gangopadhyay: পর পর জামিনের আবেদন খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, নাকানি-চোবানি খেলেন আইনজীবীরা
Calcutta High Court: শুক্রবার জামিন এবং আগাম জামিনের মামলাগুলির ক্ষেত্রে জামিনের একটি আবেদনেও সাড়া দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা: রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ইতিমধ্যেই চর্চায়। অস্বস্তি বাড়িয়েছে শাসকদলের। এরইমধ্যে শুক্রবার একাধিক জামিন মামলায় তাঁর রায়দান নতুন করে নজির তৈরি করল। কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিভাসরঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ এদিন একের পর এক জামিন ও আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।
শুক্রবার জামিন এবং আগাম জামিনের মামলাগুলির ক্ষেত্রে জামিনের একটি আবেদনেও সাড়া দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগাম জামিনের মাত্র একটি মামলায় তিনি আবেদন গ্রাহ্য করেন। দিনের শেষে ২৪টি মামলায় মাত্র একটিতে আবেদনকারীদের পক্ষে রায় দেয় হাইকোর্ট।
ফলে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের শেষ শুনানির দিন জামিন এবং আগাম জামিনের আবেদন নিয়ে যেসব আইনজীবীরা এসেছিলেন, তাঁদের হতাশ হয়েই ফিরতে হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, তিনি জামিন বা আগাম জামিনের ক্ষেত্রে রক্ষণশীল মানসিকতার।
এদিন জামিন চেয়ে কিছুটা বেকায়দায় পড়ে যান বহু মামলাকারী। তাঁদের হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশও দেন তিনি। একটি মামলার ক্ষেত্রে তিনি নির্দেশ দেন, জামিন তখনই মঞ্জুর হবে, যদি আবেদনকারীর বিরুদ্ধে ওঠা তছরূপের ৩৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়।
ফলে মামলার মাঝপথেই বহু মামলাকারী তাঁদের মামলা ছুটির পর ‘রেগুলার বেঞ্চ’-এ পাঠানোরও আর্জি জানান। যদিও এক্ষেত্রে কয়েকজনের সেই আর্জিও খারিজ হয়ে যায়। মামলা শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই। একদিনের জন্য এই মামলা শুনেছেন তিনি। তবে তাতে একাধিক আইনজীবীই কার্যত চাপে পড়ে যান।