Mamata Banerjee: মানুষের কথা ভেবেই পঞ্চায়েত ভোটটা… নির্বাচনের দিনক্ষণ নিয়ে কী বললেন মমতা?

Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পঞ্চায়েত আইন অনুযায়ী ওরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে নির্বাচিত হলেও মে জুনের আগে দায়িত্ব নিতে পারবেন না।"

Mamata Banerjee: মানুষের কথা ভেবেই পঞ্চায়েত ভোটটা... নির্বাচনের দিনক্ষণ নিয়ে কী বললেন মমতা?
পঞ্চায়েত ভোট নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:55 PM

কলকাতা: বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে হবে, সে প্রশ্নই এখন সব মহলে। সোমবার নবান্নে এই ভোটের নির্ঘণ্ট নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। জবাবও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে শোনা গিয়েছিল চলতি বছরের শুরুতেই অর্থাৎ শীতের রেশ থাকতে থাকতেই পঞ্চায়েত ভোট করানো হবে। যদিও তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি তা নিয়ে নানামহলে প্রশ্নও ওঠে। কেন ইংরাজি বছরের শুরুতে বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করানো গেল না সোমবার তা নিয়ে মুখ খোলেন মমতা। তাঁর বক্তব্য, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে ভোট প্রক্রিয়া সমাপ্ত হলেও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ দায়িত্বভার বুঝে নিতে আরও চার পাঁচ মাস সময় লেগে যেত। তেমনটা হলে থমকে যেত জনপরিষেবা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত আইন অনুযায়ী ওরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে নির্বাচিত হলেও মে জুনের আগে দায়িত্ব নিতে পারবেন না। চার পাঁচ মাস কাজ বন্ধ থাকবে। পঞ্চায়েতের মেয়াদের মধ্যে ইলেকশন করতে হবে। আমি ৬ মাস আগে ভোট করলে কাজ বন্ধ হবে।” এর জেরে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। তাই সময়ের আগে ভোট করালে সমস্যা হতো।

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কবে ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মমতার জবাব, এটা রাজ্য নির্বাচন কমিশনের বিষয়। তাই কবে ভোট হবে, সেটা কমিশনই বলতে পারবে। এ নিয়ে তাঁর কিছুই বলার নেই। ইতিমধ্যেই জেলায় জেলায় রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে যাচ্ছেন। সভা করছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য নেতৃত্ব থেকে জেলা কিংবা ব্লকস্তরের নেতারাও সভাসমিতি করছেন। জোর কদমে প্রচার চালাচ্ছে বিরোধীরাও। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে মে মাস হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।