Mamata Banerjee: ‘হামকো কোয়ি টকরায়েগা, ও চুর চুর হো যায়ে গা’, হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী এদিন বলেন, "এখন ৫-৬ জন বিধায়ক টার্গেট।" একইসঙ্গে তিনি বলেন, বহু বিজেপি নেতার কাছ থেকে তিনি তথ্য় পাচ্ছেন, ২০২৪ পর্যন্ত বাংলাকে আর কোনও টাকা দেবে না কেন্দ্র।

Mamata Banerjee: 'হামকো কোয়ি টকরায়েগা, ও চুর চুর হো যায়ে গা', হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:28 PM

কলকাতা: বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ বাড়াতে চাইছে কেন্দ্র। সোমবার নবান্ন থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, “হামকো কোয়ি টকরায়েগা, ও চুর চুর হো যায়ে গা।” রবিবার সিবিআইয়ের দফতরে তলব করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। তাঁর বক্তব্যে এদিন সে প্রসঙ্গও উঠে আসে। মমতা বলেন, ” খালি হামকো নেহি, অরবিন্দ কেজরীবালকো টকরায়া। বিজেপির বিরুদ্ধে এই মামলা নেই? ক’জন বিজেপিকে ডেকেছে? বিজেপির সব সৎ। সবাই সন্ত?” এদিন একাধারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের পাঠানো বিভিন্ন দল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, এ রাজ্যে বাংলায় কিছু হলেই কেন্দ্রের দল চলে আসে। অথচ উত্তর প্রদেশ বা অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে কিছু হলে তার কোনও রিপোর্ট সামনে আসে না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের পর হিংসার নাম করে, যদিও সে সময় নির্বাচন কমিশনের আওতায় ছিল সরকার, আমার আওতায় ছিল না, কয়েকটা ছোট ছোট ঘটনা ঘটেছিল। ভোটের পর ঘটেই থাকে সব জায়গায়। বাংলার বেলায় সব দোষ। আমি দায়িত্ব নিয়েছিলাম ৫ মে সম্ভবত। তার পর আর ঘটনা ঘটেনি। খুব কম ঘটেছে। তা সত্ত্বেও ১৫১টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। আমার শ’য়ে শ’য়ে ছেলে, যাঁরা আমাদের পার্টির আসল গ্রাসরুট ওয়ার্কার, লিডার অব দ্য পার্টি মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে, মিথ্যা কথা বলে রোজ মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। পরিকল্পনা করে করা হচ্ছে।”

এদিন মমতা বলেন, সকলের বিরুদ্ধে সিবিআইকে এগিয়ে দেওয়া হচ্ছে। সকলের বিরুদ্ধে ইডি লাগিয়ে দিয়েছে কেন্দ্র। সবার বিরুদ্ধে কোনও না কোনও এজেন্সি। মমতার সংযোজন, “একটা চকোলেট বোমা ফাটলেও NIA পাঠিয়ে দেয়। NIA-এর কাজ কী? দেশকে সুরক্ষিত করা। কোনও ডিল করা এনআইএর কাজ নয়। আমরাও অনেক কিছু জানি। দিনে দিনে আরও তথ্য আসবে। আমরা গণতন্ত্র মানি, সৌজন্য মানি। এর জন্য কখনও কখনও আমরা সরব হলেও উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করি। এখানে আমরা সরব হই না।”

মমতার কথায় এভাবে কেন্দ্রীয় এজেন্সিকে এগিয়ে দেওয়া বিজেপির ‘গেমপ্ল্যান’। এভাবে তাঁদের নেতা, বিধায়কদের বিড়ম্বনায় ফেলে সরকারকে বিব্রত করার চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “এখন ৫-৬ জন বিধায়ক টার্গেট।” একইসঙ্গে তিনি বলেন, বহু বিজেপি নেতার কাছ থেকে তিনি তথ্য় পাচ্ছেন, ২০২৪ পর্যন্ত বাংলাকে আর কোনও টাকা দেবে না কেন্দ্র। লোকসভা ভোটের কারণে তা দেওয়া হবে না বলে জানান তিনি। মমতার দাবি, মানুষের জনাদেশকে উপেক্ষার পাশাপাশি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে।