Mamata Banerjee: পরিযায়ী শ্রমিকরা বেশি টাকা পাওয়ার জন্য বাইরে যাচ্ছেন: মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'পরিযায়ী শ্রমিকরা বেশি টাকা পাওয়ার জন্য বাইরে যাচ্ছেন কাজ করতে। আর ফিরছেন মৃতদেহ হয়ে। কী দরকার (বাইরের রাজ্যে যাওয়ার)?'

Mamata Banerjee: পরিযায়ী শ্রমিকরা বেশি টাকা পাওয়ার জন্য বাইরে যাচ্ছেন: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 5:03 PM

কলকাতা: মিজোরামে কাজ করতে গিয়ে সেতু বিপর্যয়ে মৃত্যু হয়েছে মালদার ২৪ জন পরিযায়ী শ্রমিকের। গতকাল অসমে আরও একজন বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর এসেছে। আর এসবের মধ্যেই পরিযায়ী শ্রমিক ইস্যুতে আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পরিযায়ী শ্রমিকরা বেশি টাকা পাওয়ার জন্য বাইরে যাচ্ছেন কাজ করতে। আর ফিরছেন মৃতদেহ হয়ে। কী দরকার (বাইরের রাজ্যে যাওয়ার)?’ বাংলায় যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাজ করার জন্য যথেষ্ট ভাল পরিবেশ রয়েছে, সেই কথাও বললেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি মিষ্টির ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যাতে তাঁরা নিজেদের কর্মচারীদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা স্কিমগুলিতে নাম নথিভুক্ত করানোর ব্যবস্থা করে দেন। এতে ওই কর্মচারীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। সেই বিষয়ে কথা বলার সময়েই মুখ্যমন্ত্রী এদিন ফের একবার বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর কথা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বললেন, ‘আমাদের এখানে রাজস্থান, বিহার, উত্তর প্রদেশের লোকেরা এসে কাজ করছেন। তাঁদের তো আমরা নিজেদের মতো করে দেখি। কোনও বিপদ হয় না। অথচ আমাদের লোকেরা যাঁরা যান, তাঁদের মৃতদেহ নিয়ে ফিরে আসতে হয়। তারপর তাঁদের পরিবারকে যে টাকা দিয়ে সাহায্য করতে হয়, সেই টাকা তো আপনাদের দিলে, আপানারাই তো এখানে ভাল কাজ করতে পারেন।’

এদিন মুখ্যমন্ত্রী মিষ্টান্ন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন যাতে তাঁরা নিজেদের ঘরের সন্তানদের বাইরে যাওয়ার বদলে বাংলায় থেকেই কাজ করতে উৎসাহিত করেন। বললেন, ‘নিজের ছেলেমেয়েদের বলুন বাইরে না গিয়ে ব্যবসাকে কীভাবে আধুনিকতার ছোঁয়া দিতে পারে, সেটা দেখতে।’