Mamata Banerjee: ১০ কোটিরও বেশি পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে, উচ্ছ্বসিত মমতা
Mamata Banerjee: রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবাগুলির বিষয়ে আমজনতাকে আরও বেশি অবগত করার জন্য এবং মানুষের দুয়ারে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কলকাতা: বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) থেকে ১০ কোটিরও বেশি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই সাফল্যের জন্য রাজ্যবাসী ও বাংলা সহায়তা কেন্দ্রের টিমকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনেও বাংলা সহায়তা কেন্দ্র একইভাবে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবে। তিনি লিখেছেন, এই সাফল্যই প্রমাণ করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে বিনামূল্য সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবাগুলির বিষয়ে আমজনতাকে আরও বেশি অবগত করার জন্য এবং মানুষের দুয়ারে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
I take immense pride to announce that BSKs (Bangla Sahayata Kendra) (https://t.co/NavsqRBoXL), has achieved a remarkable milestone by delivering more than 100 million (10 crore) services to the people of West Bengal.
This accomplishment reflects our unwavering commitment to… pic.twitter.com/k76oeKInkw
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2023
২০২০ সালে পথ চলা শুরু হয় এই বাংলা সহায়তা কেন্দ্রের। তিন বছরের মধ্যেই রাজ্যের ১০ কোটিরও বেশি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। অতীতে বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে বার বার সরকারি অফিস ও দফতরগুলিতে ছোটাছুটি করতে হত। কিন্তু এই প্রকল্প চালু করার পর থেকে সাধারণ মানুষের সেই সমস্যা অনেকটাই লাঘব হয়েছে। সরকারি পরিষেবাগুলিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত এই বাংলা সহায়তা কেন্দ্র। ১০ কোটি পরিষেবার পর টুইটারে মুখ্যমন্ত্রীর লেখায় সেই আবেগ বার বার ফুটে উঠেছে।
বাংলা সহায়তা কেন্দ্রের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। যেখান থেকে অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবা ও সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয়ে থাকে। সবমিলিয়ে রাজ্যের ৪০টি দফতরের ২৬০ ধরনের সরকারি পরিষেবা এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে পাওয়া যায়।