Coal Scam: কয়লাকাণ্ডে গ্রেফতার আরও এক প্রাক্তন ইসিএল কর্তা, নিজাম প্যালেসে ডেকে ধরল সিবিআই
CBI: শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বেলা ১১টায়। তিনি হাজিরাও দেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি লক্ষ্য করা যায়।
কলকাতা: কয়লা পাচারকাণ্ডে ইসিএলের আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হল। এই নিয়ে এখনও পর্যন্ত মোট আটজন ইসিএল আধিকারিক গ্রেফতার কয়লাকাণ্ডে। ধৃতের নাম সুভাষ মুখোপাধ্যায়। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বেলা ১১টায়। তিনি হাজিরাও দেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
কয়লাকাণ্ডের তদন্তে সিবিআই যে গতি বাড়াচ্ছে, তার আভাস মিলেছিল চলতি সপ্তাহের শুরুতেই। গত বুধবারই ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন সাত কর্তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির তালিকায় ইসিএল-এর বর্তমান জেনারেল ম্যানেজার পর্যন্ত রয়েছেন। রয়েছেন তিনজন প্রাক্তন জেনারেল ম্যানেজারও। ধৃত প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ, কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাত রয়েছে।
শুক্রবার বেলা ১১টায় হাজির হন সুভাষ মুখোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, এদিন তাঁর বয়ানের সঙ্গে সিবিআই লালা ও অন্যান্যদের বয়ান মিলিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানেই অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বাকি ধৃতদের মতো সুভাষ মুখোপাধ্যায়েরও ভূমিকা ছিল কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত লালার ব্যবসা বহরে বাড়ানোর ক্ষেত্রে। কয়লা পাচারে যাতে মাফিয়াদের কোনওরকম সমস্যায় না পড়তে হয় সেদিকে এই প্রাক্তন ইসিএল কর্তার সহযোগিতার হাত বাড়ানোই থাকত বলে সিবিআই সূত্রের দাবি।
কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বুধবার সকাল ১১ টা থেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন সহ সাত কর্তাকে। সেখানে সিবিআই আধিকারিকদের চোখা চোখা প্রশ্নের সম্মুখীন হন ইসিএল কর্তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই সাত জনের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণেই ওই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এই তদন্ত যতই এগোচ্ছে, সিবিআই ক্রমশই একটা বড় চক্রের দিকে হাত বাড়াচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেখানে প্রাক্তন থেকে বর্তমান, ইসিএলের কর্তাদের নাম উঠে আসছে ক্রমাগত।