নির্বাচনের প্রথম দফায় ৩০ কেন্দ্রে ভোট, জেনে নিন কোথায় কী ফ্যাক্টর
প্রথম দফার ভোটেই (West Bengal elections 2021) নামবে ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা: শুরু হল রাজ্যের ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (West Bengal Election 2021)। বাঁকুড়ার চারটি, পশ্চিম মেদিনীপুরের ছ’টি, ঝাড়গ্রামের চারটি, পুরুলিয়ার ন’টি ও পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে ভোট হচ্ছে শনিবার। এর মধ্যে পূর্ব মেদিনীপুর বাদ দিলে পুরোটাই জঙ্গলমহল। জঙ্গলমহলের মোট ৪০টি আসনের মধ্যে ২৩টিতেই ভোটগ্রহণ প্রথম দফায়। সঙ্গে পূর্ব মেদিনীপুরের সাতটি আসন যেখানে গুরুত্বপূর্ণ নাম শুভেন্দু অধিকারী। প্রথম দফার ভোটের আগে এক নজরে দেখে নিন এই ৩০ আসনে ফ্যাক্টর কী কী-
তরুণ ভোটার
প্রথম দফার ভোটে তফশিলি জাতি বা SC ভোটার ১৯%। তফশিলি উপজাতি বা ST ভোটার ১৫%। মুসলিম ভোটার ৭%। সঙ্গে তিরিশ বছরের কম বয়সী ভোটার ২৯%। তরুণদের মধ্যেই সাধারণত সুইং ভোটার হওয়ার প্রবণতা থাকে। তাই সব রাজনৈতিক দলই এই ভোটব্যাঙ্ককে টার্গেট করে।
নজরে মাহাত ভোট
প্রথম দফায় জঙ্গলমহলের ২৩টি আসনের মধ্যে ১৪টিতে মাহাত সম্প্রদায়ের প্রভাব বেশি। মাহাতরা সাধারণত কুর্মি সম্প্রদায়ের মানুষ। মধ্য প্রদেশ, ছত্তিসগঢ়, বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশের বনাঞ্চলে মাহাতদের বাস। মাহাত ভোট টানতে পুরুলিয়ার বাঘমুন্ডি আসনটি আজসুকে ছেড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে ইতিমধ্যেই মাহাত সম্প্রদায়কে তফশিলি জাতির মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে তৃণমূল কংগ্রেস সরকার।
আরও পড়ুন: অতীতের ‘কালা’ বুথে এবার ওয়েব কাস্টিং, নামানো হচ্ছে তিন গুণ ক্যুইক রেসপন্স টিম
টার্গেট আদিবাসী ভোটও
জঙ্গলমহলের ২৩টি আসনের মধ্যে ৮টিতে বাউড়িদের প্রভাব রয়েছে। ১২টি আসনে ১৬%-র বেশি আদিবাসী ভোটার। তাঁদের মন পেতে রাজনৈতিক দলগুলি ভিন রাজ্যের আদিবাসী নেতা এনে প্রচারও করিয়েছে। যেমন বিজেপির জন্য এসেছিলেন ঝাড়খন্ডের নেতা অর্জুন মুন্ডাকে। তেমনই তৃণমূলের ঝুলি ভরাতে এসেছিলেন হেমন্ত সোরেন।
মহিলা ভোট
প্রথম দফায় তিন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি। তৃণমূল পাঁচজন। বাম-কংগ্রেস জোটের মহিলা প্রার্থীর সংখ্যা তিন। বিজেপি ও তৃণমূল ‘মহিলা’দের ভোটের ইস্যু করেছে। তৃণমূলের স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। বিজেপি সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে, মহিলাদের শিক্ষা সম্পূর্ণ নিখরচায় হবে। সরকারি বাসে লাগবে না ভাড়া।
কে কোথায় শক্তিমান
৩০ আসনে কার শক্তি কত? ভোটের ফলেই তা বোঝা যাবে। ২০১৬ সালে এই ৩০টি আসনের ২৭টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস দু’টিতে ও বামেরা একটি আসনে জিতেছিল। পাঁচ বছর আগে এই ৩০টি আসনের একটিতেও জেতেনি বিজেপি। এই চিত্রটা ঠিক বদলে গেল তিন বছর পর। ২০১৯ সালে এই ৩০টি আসনের ২০টিতে লিড পায় বিজেপি। ১০টিতে লিড পায় তৃণমূল।
শুভেন্দু-এফেক্ট
পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে শুভেন্দু অধিকারী বড় ফ্যাক্টর। উত্তর ও দক্ষিণ কাঁথি অধিকারীদের গড়। গত লোকসভা ভোটে এই ৩০টি আসনের ১০টিতে লিড পেয়েছিল তৃণমূল। তার মধ্যে সাতটি ছিল পূর্ব মেদিনীপুরের।