বাজেটের পরই বাংলার জন্য সুখবর, ৩২৮ কোটি বরাদ্দ মোদী সরকারের

Health Department: স্বাস্থ্য দফতরের একাংশের অভিযোগ, অর্থের অভাবে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজ ব্যাহত হচ্ছিল। বিভিন্ন খাতে টাকা ব্যয় করা সম্ভব হচ্ছিল না ফলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল রাজ্যের কাছে। আটকে ছিল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ।

বাজেটের পরই বাংলার জন্য সুখবর, ৩২৮ কোটি বরাদ্দ মোদী সরকারের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 7:00 AM

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে বারবার বঞ্চনা অভিযোগ তোলা হয়েছে। বিশেষত বকেয়া টাকা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবেশেষে রাজ্যের জন্য সুখবর। স্বাস্থ্য খাতে রাজ্যের বকেয়া ৩২৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের খাতে রাজ্যের বরাদ্দ অর্থ মঞ্জুর করা হয়েছে।

গত এক বছরে স্বাস্থ্য খাতে বকেয়া টাকা চেয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্য পরিষেবার খাতে কেন্দ্রের কাছে মোট বকেয়া প্রায় ৮০০ কোটি টাকা। তার মধ্যে প্রথম দফায় রাজ্য পেল ৩২৮ কোটি টাকা। বাকি টাকা কবে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়।

স্বাস্থ্য দফতরের একাংশের অভিযোগ, অর্থের অভাবে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজ ব্যাহত হচ্ছিল। বিভিন্ন খাতে টাকা ব্যয় করা সম্ভব হচ্ছিল না ফলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল রাজ্যের কাছে। আটকে ছিল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। এবার কেন্দ্র অর্থ বরাদ্দ করার পর পরিকাঠামো নির্মাণের প্রকল্পগুলো গতি পাবে বলে মনে করছে স্বাস্থ্য ভবন।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে কেন্দ্র দাবি করেছিল, জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি লঙ্ঘন করেছে রাজ্য সরকার। জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি অনুযায়ী যেখানে সব বিল্ডিং-এর রং হওয়ার কথা ছিল, সেখানে বাংলার সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং করা হয়েছে নীল-সাদা। এছাড়া আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার না লিখে সুস্বাস্থ্য কেন্দ্র কেন লেখা হল, তা নিয়েও প্রশ্ন ওঠে। এই সব কারণে বাংলার বরাদ্দ আটতে আছে বলে জানানো হয়েছিল কেন্দ্রের তরফে।