করোনা রোগীর জন্য শয্যা বৃদ্ধি, চালু হচ্ছে ভিডিয়ো কলে চিকিৎসা
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অপ্রতুল বেড। এই পরিস্থিতিতে অতিরিক্ত শয্যা যুক্ত হতে চলেছে রাজ্যের ১৩টি ইএসআই হাসপাতালে।
কলকাতা: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অপ্রতুল বেড। কোথাও একই বেডে চলছে একাধিক রোগীর চিকিৎসা। কোতাও আবার স্বাস্থ্যকর্মীই বেডের অভাবে চিকৎসা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে অতিরিক্ত শয্যা যুক্ত হতে চলেছে রাজ্যের ১৩টি ইএসআই হাসপাতালে।
শুক্রবার রাজ্যের করোনা পরিস্থিতি ও হাসপাতালগুলির পরিকাঠামো সংক্রান্ত নবান্নের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল এবং নার্সিংহোমগুলোর প্রধান আধিকারিকরা। সেখানে সিদ্ধান্তহয়েছে করোনা রোগীদের জন্য বেড সংখ্যা বাড়িয়ে ১,৪০০ করা হবে। গত বছরের চেয়ে ২৫ শতাংশ করোনা বেড বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।
কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বালটিকুরী, ব্যান্ডেল এবং জোকা ইএসআই কে সম্পূর্ণভাবে করোনাভাইরাস হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যের অন্য ১৩টি ইএসআই হাসপাতালে করোনা আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবারের বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে কোভিড আক্রান্তদের জন্য টেলি মেডিসিনের পাশাপাশি অডিও ভিজুয়াল সিস্টেম চালু করার হবে। এর ফলে রোগীর সঙ্গে ভিডিয়োর মাধ্যমে কথা বলবেন চিকিৎসকরা। তাছাড়া বেসরকারি হাসপাতালগুলিতেগুলোতে কোভিড ফেসিলিটি পিক-টাইমের থেকে আরও ২৫ শতাংশ বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে সরকারি হাসপাতালেও ২০ শতাংশ কোভিড ফেসিলিটি বাড়ানোর কথা বলেছে রাজ্য সরকার।
এছাড়াও ১২টি পুলিশ হাসপাতালকে সেভ হোম করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। সেখানে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা পুলিশ অফিসার ও কর্মীরা চিকিৎসা পাবেন৷ পুলিশ হাসপাতালে মোট বেড সংখ্য করা হচ্ছে ৩৪০ টি। তাছাড়া রাজ্য পুলিশ ও ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য ১০০ শতাংশ ভ্যাক্সিনেশন সম্পূর্ণ করতে বলেছে নবান্ন।
আরও পড়ুন: হাসপাতালে রক্তসংকট! বৈঠক ছেড়ে রক্তদানে ছুটলেন জেলাশাসক মীনা
এদিনের বৈঠক প্রসঙ্গে বেসরকারি হাপাতালের তরফে জয় বসু জানান, “আলোচনা হয়েছে। বেড বাড়াতে হবে তা নিয়ে দ্বিমত নেই। তবে বেড বৃদ্ধির সঙ্গে আনুষাঙ্গিক আরও বিষয় রয়েছে। সেগুলি দেখতে হবে।”