আপনার জেলায় কোন হাসপাতালে কত বেড ফাঁকা? জানতে পারবেন রাজ্য সরকারের এই ওয়েবসাইটে
রাজ্য সরকারের পক্ষ থেকে এমন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যার দ্বারা কিছুটা হলেও সুরাহা হতে পারে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।
কলকাতা: শুধু পশ্চিমবঙ্গ তো নয়, গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রায় ভেঙে পড়েছে বলা যায়। মুমূর্ষু রোগীদের জন্য হাসপাতালে একটা বেড জোগাড় করতে নাভিশ্বাস উঠছে পরিবারের সদস্যদের। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক বেসরকারি হাসপাতালের প্রচুর শয্যা অধিগ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও রোগীদের সংখ্যা এতটাই বেশি হচ্ছে যে চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলিও এগিয়ে এসেছে। তবে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে এমন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যার দ্বারা কিছুটা হলেও সুরাহা হতে পারে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।
কোন জেলায়, কোন হাসপাতালে ঠিক কতগুলি বেড ফাঁকা রয়েছে? তা সঠিকভাবে জানার উপায় নেই সেটা ঠিক। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে সেখানে কিছুটা হলেও সাহায্য পাওয়া যাবে। ওয়েবসাইটির নাম ‘ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম।’ সেই ওয়েবসাইটে লেখা রয়েছে, প্রত্যেকটি হাসপাতালকে আবেদন জানানো হয়েছে যেন দিনে অন্তত দু’বার, দুপুর ১২ টা এবং সন্ধ্যা ৬ টায় ফাঁকা শয্যার তথ্য আপডেট করা হয়। যদিও এই ওয়েবসাইটে ফাঁকা বেডের সংখ্যা দেখে নিয়ে একবার হাসপাতালে ফোন করে তারপর রোগীকে সেখানে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে রাজ্য।
শুধু তাই নয়, এই ওয়েবসাইটে ফাঁকা শয্যায় রোগী ভর্তির জন্য আবেদনও করা যাবে। আবেদন করতে গেলে অবশ্য কোভিড পজিটিভ রিপোর্ট লাগবে। অনলাইনেই আবেদন করা যাবে ফাঁকা বেডের জন্য। করোনা পরীক্ষার জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল, সেই নম্বর দিয়েই শয্যার জন্য আবেদন জানতে হবে। আবেদন জানাতে হলে সবার আগে জেলা বেছে নিতে হবে। এরপর বেছে নিতে হবে সরকারি, সরকার অধিগৃহীত নাকি বেসরকারি হাসপাতালে আবেদন করবেন। নির্দিষ্ট বিকল্পগুলিতে ক্লিক করলেই সংশ্লিষ্ট জেলার হাসপাতালের তালিকা চলে আসবে। হাসপাতালের ফোন নম্বরও দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: ‘জবাব দেওয়া স্বভাবে নেই’, তাও কোভিড মোকাবিলায় মোদীকে ৯ দফা পরামর্শ বিরোধীদের
কোন হাসপাতালে কতগুলি বেড ফাঁকা রয়েছে সেই পরিসংখ্যান দেখতে পাওয়া যাবে সেখানে। হাসপাতালের পাশাপাশি সেফ হোমের বিশদ তথ্য ও মিলবে । হাসপাতালের নামের পাশেই থাকবে অনলাইনে শয্যা বুক করার অপশন। সেখানে ক্লিক করলে অন্য একটি পেজ খুলে যাবে। যেখানে সেই নম্বর দিতে হবে যা করোনা পরীক্ষার সময় দেওয়া হয়েছিল। এরপর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। তারপরই অনলাইনে বুক করা যাবে বেড। এই লিঙ্কে ক্লিক করলে রাজ্য সরকারের সেই ওয়েবসাইটের সন্ধান পাওয়া যাবে।
আরও পড়ুন: বাংলার মাটিতে তৈরি হোক ভ্যাকসিন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আন্তর্জাতিক সংস্থাকেও আহ্বান মমতার