Jayprakash Majumdar Exclusive Interview: ‘কচুবনকাণ্ড’ হিট অব দ্য মোমেন্ট, সহাস্য ব্যাখ্যা তৃণমূলী জয়প্রকাশের
Jayprakash Majumdar Exclusive Interview: প্রকাশ্যে সেই লাথি খাওয়া, সোজা গিয়ে জঙ্গলে পড়ে যাওয়ার 'ট্র্যাজেডি' এখন লোকের কাছে কমেডি হয়ে গিয়েছে।
চলতি সপ্তাহে নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক ছিল। সেখানেই জয়প্রকাশ মজুমদার ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। এখন তিনি আর ‘বিজেপির জয়প্রকাশ’ নন ঠিকই। কিন্তু বিজেপিতে থাকাকালীন করিমপুরের এক তৃণমূল কর্মীর হাতে তাঁকে যেভাবে হেনস্থার অভিযোগ উঠেছিল, তা কী তিনি বিস্মৃত হয়েছেন? জয়প্রকাশ মজুমদারের কথায়, “আমি জানি ওই ঘটনা আজ ট্রোল হচ্ছে। আমাকেও অনেকেই পাঠাচ্ছে কী করে ওটা ভুলে গেলেন ইত্যাদি।”
এরপরই জয়প্রকাশের আত্মোপলব্ধি, “সব থেকে বড় কথা কী জানেন, আমি বিশ্বাস করি একটা হিট অব দ্য মোমেন্টে, সাময়িক উত্তেজনার বশে ভোটের দিন ওখানে ওই ঘটনাটি ঘটেছিল। যে ছেলেটি করেছে সেই ছেলেটি ওখানকার একটু রগচটা হতে পারে। নির্বিবাদী একজন সাধারণ লোক। টুইটারে আমি ছেলেটার কথা শেয়ারও করেছি। কারণ আমি মনে করি, ওই ঘটনায় কোনও প্রতিহিংসার রাজনীতি ছিল না। আর আমি বিশ্বাস করি ভালটা ধরে রাখা দরকার। খারাপটা মনে রেখে দরকার নেই।”
উপনির্বাচনে জিততে পারেননি জয়প্রকাশ মজুমদার। তাঁর আর জনপ্রতিনিধি হওয়া হয়নি। অথচ প্রকাশ্যে সেই লাথি খাওয়া, সোজা গিয়ে জঙ্গলে পড়ে যাওয়ার ‘ট্র্যাজেডি’ এখন লোকের কাছে কমেডি হয়ে গিয়েছে। লোকে হাসছে তাঁকে নিয়ে। যদিও এসব নিয়ে জয়প্রকাশ খুব একটা বিব্রত নন। তাঁর কথায়, “লোকে মনে রেখেছে। আমাকেই তো মনে করছে। যেমনই হোক সেটাই তো প্রচার। নেগেটিভ পাবলিসিটিও তো পাবলিসিটিই।”
আরও পড়ুন: Jayprakash Majumdar Exclusive Interview: বারবার দল বদল কেন? কারণ খোলসা করলেন জয়প্রকাশ
আরও পড়ুন: Jayprakash Majumdar Exclusive Interview: কোথায় ‘অসুখ’? বঙ্গ বিজেপির গোপন তথ্য ফাঁস করলেন জয়প্রকাশ!
আরও পড়ুন: Jayprakash Majumdar Exclusive Interview: লকেটও কি তৃণমূলমুখী? ভিতরের খবর জানালেন জয়প্রকাশ