DA Protest: ‘পঞ্চায়েত ভোটে কাজ করব না’, ডিএ’র দাবিতে আন্দোলনকারীরা চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনে

DA Protest: শহিদ মিনারে সরকারি কর্মচারিদের বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চ ধরনায় বসেছে। গত ২৭ জানুয়ারি থেকে এই ধরনা শুরু হয়েছে।

DA Protest: 'পঞ্চায়েত ভোটে কাজ করব না', ডিএ'র দাবিতে আন্দোলনকারীরা চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনে
সংগ্রামী যৌথমঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 11:15 AM

কলকাতা: আগেই হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) না পেলে পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলে সোচ্চার হয়েছিল তারা। এবার সেই হুঁশিয়ারিকেই সত্যি করার দাবিতে পদক্ষেপ তাদের। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে তারা। মঙ্গলবারই এই চিঠি দেবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে পঞ্চায়েত নির্বাচনে কোনও কাজে অংশগ্রহণ করবেন না। এদিনের চিঠিতেও তার উল্লেখ থাকছে। একইসঙ্গে রাজ্য সরকারকে তাঁরা দু’দিন সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন। দু’দিনের মধ্যে তাঁদের বকেয়া ডিএ না মেটানো হলে লাগাতার কর্মসূচির দিন ঘোষণা করবেন।

শহিদ মিনারে সরকারি কর্মচারিদের বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চ ধরনায় বসেছে। গত ২৭ জানুয়ারি থেকে এই ধরনা শুরু হয়েছে। ডিএ’র দাবিতে এই অবস্থান কর্মসূচি তাদের। এই মঞ্চেই পাঁচদিন ধরে চলছে অনশন কর্মসূচিও। অভিযোগ, টানা অনশনে বসে একাধিক সরকারি কর্মচারি অসুস্থও হয়ে পড়ছেন। সোমবার রাতে সঞ্জিত চক্রবর্তী নামে এক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর মঙ্গলবার সকালেও অনিরুদ্ধ ভট্টাচার্য নামে এক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া ও বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন চলছে। ইতিমধ্যেই ১৩ ফেব্রুয়ারি বিভিন্ন সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল তারা। স্কুল থেকে আদালত, বিভিন্ন জায়গায় তা পালিতও হয়েছে। এবার পঞ্চায়েত ভোটে কাজ না করার হুঁশিয়ারি।

সংগ্রামী যৌথমঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দাবি না মানা হলে কোনও নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশ নেব না। আমরা ভোটকর্মী হিসাবে কাজ করি। কোনও মন্ত্রীসান্ত্রি কাজ করেন না। সেই কাজ আমরা বয়কট করব। প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন হবে না। যাদের গদি আঁকড়ে পড়ে থাকার ইচ্ছে, তাদের তো আমাদেরও দেখতে হবে। না হলে আমরা সরকারের সঙ্গে সবরকম অসহযোগিতা করব। আর লাগাতার কর্মবিরতির ডাক দেব।”