SujayKrishna Bhadra: তথ্য মুছে দিতে রাহুলকে ফোন করেছিলেন কালীঘাটের কাকু? কণ্ঠস্বর যাচাইয়ে কোর্টে ED

SujayKrishna Bhadra: প্রসঙ্গত, সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পাশাপাশি এই রাহুল বেরাকেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল। তিনি সুজয় ভদ্রের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

SujayKrishna Bhadra: তথ্য মুছে দিতে রাহুলকে ফোন করেছিলেন কালীঘাটের কাকু? কণ্ঠস্বর যাচাইয়ে কোর্টে ED
কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 6:27 PM

কলকাতা: কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujaykrishna Bhadra) কন্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আদালতে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। আগামী ২৮ জুন সেই আবেদনের শুনানি রয়েছে আদালতে। সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে তাঁর কথোপকথনের রেকর্ড ইডির তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর। ইডির দাবি, ওই রেকর্ডিংয়ে ‘কালীঘাটের কাকু’কে বলতে শোনা গিয়েছে, তাঁর ফোনে থাকা নথি ডিলিট করার জন্য। সূত্রের খবর, সেই রেকর্ডিং হাতে আসতেই এবার ‘কাকু’র কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে তৎপর ইডি।

প্রসঙ্গত, সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পাশাপাশি এই রাহুল বেরাকেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল। তিনি সুজয় ভদ্রের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। নিয়োগ তদন্তে কাকুর ভূমিকা সম্পর্কে জানতে এই রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ইডি। রাহুলের বয়ানও ইতিমধ্যেই রেকর্ড করেছেন তদন্তকারীরা।

এমনও তদন্তকারীরা জানতে পেরেছেন, দক্ষিণ ২৪ পরগনার শাসকদলের এক নেতা ও সুজয়কৃষ্ণের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন এই রাহুল বেরা। যে রেকর্ডিং ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে, তা এই তদন্তে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, আদালত তাদের আবেদন মঞ্জুর করলে গুরুত্বপূর্ণ কোনও মোড় আসতে পারে তদন্তে।

GHORER BIOSCOPE COUNTDOWN