Kunal Ghosh: ‘পুলিশের কেউ কেউ শুভেন্দুকে হিরো বানাচ্ছে’, কুণালের নিশানায় রাজ্য পুলিশের একাংশ

Kunal Ghosh: সম্প্রতি পটাশপুরে শুভেন্দুর সভার অনুমতি দেয়নি পুলিশ। পরে আদালতের দ্বারস্থ হলে তাতে অনুমতি মেলে হাইকোর্টের।

Kunal Ghosh: 'পুলিশের কেউ কেউ শুভেন্দুকে হিরো বানাচ্ছে', কুণালের নিশানায় রাজ্য পুলিশের একাংশ
শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 1:08 PM

কলকাতা: শুক্রবারই রাজ্য পুলিশের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তারই পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে শুভেন্দু নন, কুণালের নিশানায় এবার রাজ্যের পুলিশ। শুভেন্দু লিখেছিলেন, রাজ্যের পুলিশের এখন একমাত্র কাজ বিরোধী দলনেতাকে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বাধা দান করা। বাঁকুড়ার সিমলাপাল ও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তাঁকে সভা করতে বাধা দেওয়া হয় বলেও লেখেন তিনি। এদিকে এ নিয়ে পুলিশের ভূমিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করান কুণাল ঘোষ। পুলিশ শুভেন্দুকে হিরো বানানোর চেষ্টা করছে বলেই মত তৃণমূল মুখপাত্রের। একাধিকবার দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সভা আটকাচ্ছে পুলিশ। আবার দেখা যাচ্ছে কোর্টে গিয়ে অনায়াসে সেই সভার অনুমতি নিয়ে আসছেন বিরোধী দলনেতা। যা নিয়ে শুক্রবার ফেসবুকে একটি পোস্টও করেন শুভেন্দু।

সেখানে রাজ্য সরকারকে দুষে তিনি লেখেন, ‘পুলিশ মনে করছে আমাকে বাধা দিয়ে বোধহয় নিজেদের নম্বর বেড়ে গেল। তাই এবার অতি উৎসাহী হয়ে আগামী ২১শে মে আমার দার্জিলিংয়ের নির্ধারিত জনসভাও বন্ধ করার জন্য অভিনব ফন্দি এঁটেছে। দার্জিলিং মোটর স্ট্যান্ডে, যেখানে আমার নির্ধারিত সভাস্থল সেখানে সভার অনুমতি প্রদানের পূর্ব শর্ত হিসাবে নাকি ১৫টি সিন্ডিকেট এবং অন্যান্য সরকারী সংস্থার যেমন পূর্ত দফতর, পুরসভা ইত্যাদির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দাখিল করতে হবে।’ একইসঙ্গে শুভেন্দুর দাবি, রাজ্য পুলিশ তাঁকে ভয় পাচ্ছে। লেখেন, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’

এদিকে এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ প্রশাসনের মধ্যে কেউ কেউ এমন থাকছেন, যিনি নিষেধাজ্ঞা জারি করে শুভেন্দু অধিকারীকে হিরো হওয়ার সুযোগ করে দিচ্ছেন। কুণালের প্রশ্ন, আদালত যদি বারবার অনুমতি দিয়ে থাকে, তাহলে দেখতে হবে কোর্টের নির্দেশ সঠিক হলে পুলিশ কেন আগে বাধা দিচ্ছে? আর কোর্টের নির্দেশে যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে পুলিশই বা কেন আদালতের দ্বারস্থ হচ্ছে না? কুণালের মতে, পুলিশের একাংশ শুভেন্দুকে প্রচারের আলোয় আসার সুযোগ করে দিচ্ছে। তাঁকে ‘হিরো’ বানাতে চাইছে বলেও মন্তব্য করেন কুণাল। একইসঙ্গে তৃণমূল মুখপাত্রের বক্তব্য, দলের তরফে এই বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখা হবে।