NCB: মালদহে ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ, এনসিবির হাতে গ্রেফতার দুই

NCB: এনসিবি সূত্রে খবর, চাষের ক্ষেতের ধারে ছোট ঘর তৈরি করে তৈরি মাদক তৈরি হচ্ছিল। কোথা থেকে এই সামগ্রী এনে কোথায় পাঠানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এনসিবি আধিকারিক।

NCB: মালদহে ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ, এনসিবির হাতে গ্রেফতার দুই
গ্রেফতার দু'জন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 7:45 PM

কলকাতা: মালদহের হবিবপুরে ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB)। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে প্রায় ১ কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির সামগ্রীও উদ্ধার করেছে এনসিবির দল। রবিবার এনসিবির তরফে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানানো হয়। এনসিবির জোনাল ডিরেক্টর রাকেশচন্দ্র শুক্লা জানান, বিএসএফের সহযোগিতায় শনিবার এনসিবি কলকাতা মালদহে হেরোইন তৈরির এক চক্রকে হাতেনাতে ধরে। বিশেষ সূত্রে খবর আসে এনসিবির হাতে। এরপরই অভিযানে নামে তারা।

এনসিবি সূত্রে খবর, চাষের ক্ষেতের ধারে ছোট ঘর তৈরি করে তৈরি মাদক তৈরি হচ্ছিল। কোথা থেকে এই সামগ্রী এনে কোথায় পাঠানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এনসিবি আধিকারিক। বাংলাদেশ সীমান্তের কাছেই এই কারখানা ছিল। তাই এই মাদক বাংলাদেশে পাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

সোডিয়াম কার্বোনেট, আফিমের গুঁড়ো, অ্যাসিটাইল ক্লোরাইড-সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে। মূলত হেরোইন তৈরিতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, উদ্ধার হয়েছে মালদহ থেকে। ফিকু মণ্ডল ও চাঁদ মণ্ডল নামে দু’জনকে ঘটনাস্থল থেকে ধরা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বয়ানে অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয়।