Priyanka Sau: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঋণ আমরা কোনওদিন শোধ করতে পারব না’, TV9 বাংলায় এক্সক্লুসিভ প্রিয়াঙ্কা
SSC: মেনে নেন প্রিয়াঙ্কা, যে অভিযোগ বছরের পর বছর তাঁরা তুলেছেন, তার খাতায় কলমে কোনও প্রমাণ তাঁদের হাতে ছিল না। তবে সিবিআই তদন্তে নেমে যে রিপোর্ট তুলে ধরছে, তাতে সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে বলে জানান তিনি।
আদালতের নির্দেশে দারুণ খুশি প্রিয়াঙ্কা। বারবারই দেশের বিচার ব্যবস্থাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। তাঁর পাঁচ বছরের লড়াই সেদিনই শেষ হবে, যেদিন তিনি স্কুলের গেট পার করে ক্লাসরুমে পা রাখবেন, জানালেন প্রিয়াঙ্কা। তবে লড়াই যে সমাপ্তির মুখে তাও মানছেন তিনি।
এদিন প্রিয়াঙ্কা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের গ্রিভান্সগুলো বিভিন্ন আধিকারিকের দফতরে পৌঁছে দিতে চেয়েছি। আমরা যে দুর্নীতির শিকার সেটা বোঝানোর চেষ্টা করেছি। মেধাতালিকা হাতে করে নিয়ে ঘুরেছি। যাঁদের অ্যাকাডেমিক্সে একেবারেই কম নম্বর পেয়েছেন, তাঁরা ইন্টারভিউতে ১০ পেয়েছেন। ৫৫-তে পরীক্ষা ৫৩, ৫২ পাচ্ছেন। পরপর সেসব নম্বর সাজিয়ে বারবার বলার চেষ্টা করেছি। কিন্তু মান্যতা পাইনি। যদি ভারতীয় বিচারব্যবস্থা না থাকত এই কথাগুলো কেউ হয়ত কর্ণপাত করত না। আমাদের বারবার বলা হতো এগুলো কী করে আপনারা প্রমাণ করবেন? বলা হতো, আপনারা বলছেন আমরা মানব কেন?”
মেনে নেন প্রিয়াঙ্কা, যে অভিযোগ বছরের পর বছর তাঁরা তুলেছেন, তার খাতায় কলমে কোনও প্রমাণ তাঁদের হাতে ছিল না। তবে সিবিআই তদন্তে নেমে যে রিপোর্ট তুলে ধরছে, তাতে সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে বলে জানান তিনি।