NIA: ইডি-সিবিআইয়ের পর এবার NIA, কোমর বেঁধে নামছে কলকাতায়

NIA: এনআইএ সূত্রে খবর, এই মুহূর্তে যা কেসের চাপ তাতে অন্তত ২০ জন তদন্তকারী অফিসার থাকলে ভাল হয়। ডিজির কাছেও এই সংখ্যক অফিসারের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে বলেও দাবি সূত্রের।

NIA: ইডি-সিবিআইয়ের পর এবার NIA, কোমর বেঁধে নামছে কলকাতায়
এনআইএ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 12:17 PM

কলকাতা: শুধুই সিবিআই, ইডি নয়, শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (NIA)। দীর্ঘদিন ধরেই অফিসারের অভাবে ভোগার পর এবার সুরাহা হতে চলেছে। কলকাতা সফরে এসে সম্প্রতি তেমনটাই বলে গিয়েছেন এনআইএ-র ডিজি দীনকর গুপ্তা। বলে গিয়েছেন, যত দ্রুত সম্ভব তদন্তকারী অফিসারের অভাব মিটে যাবে। কলকাতা এনআইএ-তে পর্যাপ্ত অফিসার পাঠানো হবে। অফিসারের সংখ্যা বাড়লে তদন্তের গতি ও তদন্তের মান, দুই-ই বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, এই মুহূর্তে এনআইএ কলকাতা শাখায় ডিএসপি ও ইন্সপেক্টর মিলিয়ে ৬জন তদন্তকারী অফিসার রয়েছেন। তাঁদের প্রত্যেকের উপরেই অন্তত দু’ থেকে তিনটি কেসের চাপ রয়েছে। ফলে অফিসারদের নির্দিষ্ট কোনও কেসের উপর নজর দিতে সমস্যা হচ্ছে। আর এই দুর্বলতা ধরতে পেরেছেন খোদ ডিজিও।

ডিজি হিসাবে দায়িত্ব নেওয়ার পর চলতি মাসের গোড়ার দিকে কলকাতা শাখায় এসে অফিসারদের সঙ্গে বৈঠক করেন দীনকর। সেখানে অফিসারদের সুবিধা, অসুবিধার কথা শোনার পাশাপাশি গতি বাড়ানো ও নিজেদের দক্ষতা বজায় রেখে তদন্ত করার প্রতি জোর দেন তিনি। তখনই জানতে পারেন মাত্র ৬ জন অফিসার সব মামলার তদন্ত সামলাচ্ছেন। যত দ্রুত সম্ভব অফিসারের অভাব পূরণ করা হবে বলে আশ্বাসও দেন তিনি।

এনআইএ সূত্রে খবর, এই মুহূর্তে যা কেসের চাপ তাতে অন্তত ২০ জন তদন্তকারী অফিসার থাকলে ভাল হয়। ডিজির কাছেও এই সংখ্যক অফিসারের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে বলেও দাবি সূত্রের। শুধু বিভিন্ন মামলার তদন্তই নয়, আদালতে চলছে পুরনো বেশ কয়েকটি মামলার বিচারপর্ব। তার জন্য নির্দিষ্ট মামলার তদন্তকারী অফিসারদের দিনের বেশিরভাগ সময় উপস্থিত থাকতে হচ্ছে আদালতে। আবার সেই অফিসারদের উপরই চলে আসছে নতুন মামলার চাপ। তদন্ত করার সময় কোথায়? যার ফলে তদন্তে ব্যাঘাত ঘটার আশঙ্কাও থেকে যাচ্ছে। এনআইএ অফিসাররা বলছেন, ডিজির আশ্বাস মতো যত তাড়াতাড়ি আধিকারিক আনা যায়, ততই ভাল।

এই মুহূর্তে রাজ্যে যে মামলার তদন্তে NIA

• ছত্রধর মাহাতো মামলা। আদালতে বিচার চলছে

• সাংসদ অর্জুন সিংহের বাড়িতে বোমা মারার মামলা

• মোমিনপুর হিংসার দুটি মামলা

• বীরভূমে ৮১ হাজার জিলেটিন স্টিক উদ্ধারের মামলা

• রামনবমীতে হিংসার ৬টি মামলা

• লস্কর জঙ্গি তানিয়া পারভিনের মামলা (বিচারাধীন)

• জেএমবির একাধিক মামলা

• খেজুরি বিস্ফোরণ মামলা

• ভূপতিনগর বিস্ফোরণ মামলা

• নৈহাটিতে বিস্ফোরণ মামলা

• মুর্শিদাবাদ বেলডাঙায় স্কুলের পাশে বোমা বিস্ফোরণ

• মালদায় টোটোতে বিস্ফোরণ