Paschimbanga Dibas: ‘পশ্চিমবঙ্গ দিবস পালনের খরচ হয়ত রাজ্যপালের বেতন থেকেই দিতে হবে’, আশঙ্কা শুভেন্দুর

Paschimbanga Dibas: সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "ইতিহাসকে কখনও অপ্রাসঙ্গিক করা যায় না। ইতিহাসের নথিতে ছত্রে-ছত্রে লেখা থাকে।"

Paschimbanga Dibas: 'পশ্চিমবঙ্গ দিবস পালনের খরচ হয়ত রাজ্যপালের বেতন থেকেই দিতে হবে', আশঙ্কা শুভেন্দুর
রাজ্যপাল ও বিরোধী দলনেতা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 11:56 AM

বিজেপি-র (BJP) পশ্চিমবঙ্গ দিবস পালন। কলকাতার রাজপথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে মিছিল। সোমবার বিধানসভা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত এই মিছিল হবে। বিরোধী দলনেতার পাশাপাশি রয়েছেন বিজেপি বিধায়করাও।

এক নজরে আপডেট (সর্বশেষ তথ্য উপরে)

  1. অবাধ শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “রাজ্যপাল অনেকদিন আগেই এই সমস্যার সামধান করতে পারতেন। রাজীব সিনহা নির্বাচন কমিশনকে নিয়োগ করার পর এই সমস্যা তৈরি হয়েছে। এটা অস্বীকার করতে পারব না। পরবর্তীতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তবে নির্বাচন কমিশনার নিযুক্ত করার পূর্বে ওনার উচিৎ ছিল প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নেওয়ার। আইবি থেকে রিপোর্ট নেওয়ার। রাজীব সিনহাকে নিয়োগ করার পরই এই মৃত্যু মিছিল। কী লোককে আপনি বসিয়েছেন নিজেই বুঝুন।”
  2. শুভেন্দু বলেন, “ইতিহাস বিকৃত করতে পারবেন না। রাজ্যপাল একজন শিক্ষিত মানুষ। তিনি ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। রাজভবনে এই প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন হল। কিন্তু আমার আশঙ্কা ফিন্যান্স ডিপার্টমেন্ট এই বিলটা ছাড়বেন কি না। রাজ্যপালকে হয়ত তাঁর বেতন থেকেই দিতেই হবে।”
  3. এর পাশাপাশি রাজ্যপালকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির প্রসঙ্গে উল্লেখ করেন বিরোধী দলনেতা। বলেন, “উনি জনগণের জন্য চিঠি লেখেনি। যদি লিখতেন আমি বিরোধী দলনেতা হিসাবে বলতাম। চিঠি উনি সম্মানীয় রাজ্যপালকে লিখছেন। তাই এর প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস বলবেন। রাজ্যপাল প্রথম দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন না। এখন উনি কথা বলেন। এবং একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন।”
  4. নওশাদ সিদ্দিকি সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, “যে কোনও বিরোধী দলের কেউ এই হিংসাত্মক সরকারের বিরোধিতা করছে তার উপরেই আক্রমণ হতে পারে।”
  5. সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “ইতিহাসকে কখনও অপ্রাসঙ্গিক করা যায় না। ইতিহাসের নথিতে ছত্রে-ছত্রে লেখা থাকে। তাই আজকের দিনে পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্যে দিয়ে ভারতভূক্তি নিশ্চিত হয়েছিল। সেই কারণে আমরা একটি সনাতনী হিন্দুস্তানে, যেখানে ধর্মনিরপেক্ষতাই আদর্শ সেই দেশে বসবাস করছি।”
  6. মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসির প্রতিনিধিরা প্যারেড করে অনুষ্ঠানের সূচনা করেন। স্কুলের ছাত্র ছাত্রীদের বসে আঁকো-সহ নানা অনুষ্ঠানের আয়োজনও করা হয় পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে।