Interview Scam: শুধু OMR নয়, এবার ইন্টারভিউয়েও ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ
Recruitment Scam: এর আগে ওএমআর শিটে দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে বলা হয়, সব চাকরিতে বেনিয়মের ক্ষেত্রে মিডলম্যান বা দালালদের নিজস্ব ‘কোড’ ছিল।
ধরনামঞ্চে বসে থাকা কোয়েল দে বলেন, “লিখিত পরীক্ষায় মোট ৫৫ নম্বরের মধ্যে আমি পেয়েছি ৫৪। ইন্টারভিউয়ে ১০ নম্বরে পেয়েছি ৩.৬৬। অথচ ঠিকমতো উপস্থাপনার জন্যই ৩ থাকে। আর আমাকে ওখানে ৫টা প্রশ্ন করা হয়েছিল। তাহলে ১০-১১ মিনিট ইন্টারভিউ দিয়ে আমি ০.৬৬ নম্বর পেলাম? শুধু ওএমআরেই ম্যানুপুলেশন নয়, ইন্টারভিউয়েও তাই হয়েছে।”
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর –
১. ইন্টারভিউয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ।
২. জোর করে বাড়ানো হয়েছে ইন্টারভিউর নম্বর।
৩. প্রাথমিকে ইন্টারভিউয়ারদের নম্বর দিতে বলা হয়েছিল পেন্সিলে।
৪. এসএসসিতে সাদা নম্বর শিটে সই করতে বলা হয়েছিল ইন্টারভিউয়ারদের। অস্বীকার করে বোর্ড ছেড়ে দেন অনেকে।
৫. প্রাথমিকে অসংখ্য এমন চাকরিপ্রার্থী রয়েছেন যাঁরা অ্যাকাডেমিকসে প্রচুর নম্বর পেয়েছেন কিন্তু ইন্টারভিউয়ে দেওয়া হয়েছে কম নম্বর। আর টাকার জোরে বেড়ে গিয়েছে অন্যদের ইন্টারভিউয়ের নম্বর।
এর আগে ওএমআর শিটে দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে বলা হয়, সব চাকরিতে বেনিয়মের ক্ষেত্রে মিডলম্যান বা দালালদের নিজস্ব ‘কোড’ ছিল। কারও কোড যদি ২ হয় এবং ওই দালালকে যদি চাকরিপ্রার্থী টাকা দিয়ে থাকেন, তাহলে চাকরিপ্রার্থী ওএমআর শিটে ২টি গোল করবেন। আবার কোনও এজেন্টের কোড যদি হয় সাদা খাতা। সেক্ষেত্রে ওই দালালকে টাকা দিলে, চাকরিপ্রার্থী সাদা খাতা জমা দিতেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওএমআর শিট রিডার মেশিনে ফেল করলেও সার্ভারে নম্বর বাড়িয়ে পাশ করানো হয়েছে। ওএমআর শিটের হার্ডকপি সংরক্ষণ না হওয়ায় প্রমাণ লোপাট হয়েছে।