Rail Service: তিলজলার বিক্ষোভে বাতিল একের পর লোকাল ট্রেন, তুমুল দুর্ভোগ যাত্রীদের

Tiljala: বিক্ষোভকারীরা এদিন ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। বন্ডেল গেটের সামনে যে ট্রেন ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, সেই ট্রেনের ভিতরে তখন যাত্রীরা ভয়ে কাঁপছেন।

Rail Service: তিলজলার বিক্ষোভে বাতিল একের পর লোকাল ট্রেন, তুমুল দুর্ভোগ যাত্রীদের
চলছে অবরোধ।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 6:43 PM

কলকাতা: বন্ডেল গেটে রেল অবরোধ। তার জেরে প্রায় সওয়া ২ ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল (Train Service)। সপ্তাহের প্রথম কাজের দিনই চরম বিপাকে নিত্যযাত্রীরা। এদিন দুপুর ২টো ২৮ মিনিট থেকে বিকেল ৪টে ২০ পর্যন্ত প্রায় ১৫টি লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয় রেল। আপ-ডাউন মিলিয়ে এই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানান, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ট্রেন যাত্রীদের এই ঘটনায় কোনও দোষ ছিল না। তাই তাঁদের পথ অবরুদ্ধ করার কোনও অর্থ ছিল না বলেই জানান তিনি। ৮ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাত থেকে উত্তপ্ত তিলজলা থানা এলাকা। সোমবার সেই ক্ষোভের আঁচ এসে পড়ে রেলপথেও। তাতেই চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে বসে কার্যত নাকাল হতে হয় তাঁদের। অন্যদিকে পার্ক সার্কাস, শিয়ালদহ কিংবা গড়িয়া, যাদবপুর স্টেশনগুলিতেও থিকথিকে ভিড় মানুষের।

পূর্ব রেলের তরফে কৌশিক মিত্র বলেন, “তিলজলার ঘটনার জন্য পার্ক সার্কাস স্টেশনে ট্রেন অবরোধ শুরু হয় দুপুর ২টো ২৮ মিনিট থেকে। তার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল ৪টে ২০ পর্যন্ত। অনেকগুলি ট্রেন বাতিল হয়ে যায়। কারণ এটা একটাই লাইন আপ ও ডাউন লাইনে শিয়ালদহের সঙ্গে যোগাযোগের জন্য। যা হয়েছে তাতে রেলের কোনও ভুল ছিল না। আমরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। আরপিএফও ছিল। যাত্রীদের যাতে কোনও ক্ষতি না হয় সেটা তারা দেখেছে। ৪.২০ নাগাদ অবরোধ তোলা সম্ভব হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক।”

বিক্ষোভকারীরা এদিন ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। বন্ডেল গেটের সামনে যে ট্রেন ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, সেই ট্রেনের ভিতরে তখন যাত্রীরা ভয়ে কাঁপছেন। অধিকাংশ ট্রেনের দরজা দিয়ে ঝাঁপ দেন রেললাইনে। তবে সকলের সে সামর্থ ছিল না। কারও কোলে বাচ্চা, কারও সঙ্গে বয়স্ক মানুষ। ভয়ে কাঁটা যাত্রীরা। ঘটনার নিন্দা করে কৌশিকবাবু বলেন, “ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া দুর্ভাগ্যজনক। যাঁরা ওই ট্রেনে সফর করছেন তাঁদের তো কোনও দোষ নেই। একটা ঘটনা যার সঙ্গে রেল কোনওভাবেই জড়িত নয়, তার জন্যও যাত্রীদের এভাবে বিব্রত করার অধিকার কারও নেই। আমরা একটাই কথা বলব, যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। তবে তার জন্য আরেকটা মানুষকে বিপদে ফেলার কোনও অধিকার কারও নেই।