West Bengal Police: রাজ্য পুলিশের তরফে আনা হল ‘খোয়া পায়া’ অ্যাপ, অত্যন্ত জরুরি এই অ্যাপের কাজ কী?
West Bengal Police: পাশাপাশি তাঁদের দাবি, আগামীতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে তথ্য আদান প্রদানের জন্য লিয়াজোঁ করা হবে এই পোর্টালের মাধ্যমে।
কলকাতা: রাজ্য পুলিশের সদর দফতর ভাবানী ভবন থেকে ‘West Bengal Khoya Paaya App’ এর শুভ সূচনা করলেন ডিজিপি মনোজ মালব্য। পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকরাও সমানভাবে ব্যবহার করতে পারবেন এই পোর্টাল। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে সাধারণ নাগরিকরা ছবি এবং নির্দিষ্ট তথ্য দিয়ে আপলোড করে প্রশাসনকে জানতে পারবেন। পরিবার কিম্বা পরিচিত কেউ হারিয়ে গেলে এই পোর্টালে ঢুকে প্রথমে টোকেন সংগ্রহ করতে হবে। তারপর বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে দিতে পারবেন। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানার তরফে নিজের নিজের এলাকায় কোনও দেহ উদ্ধার হলে, কোনও অস্বাভবিক মৃত্যুর ঘটনা কিংবা কোনও মিসিং ডায়েরি হলে ছবি-সহ যাবতীয় বর্ণনা তথ্য আকারে আপলোড করা হবে এই সরকারি পোর্টালে। এই পোর্টালের মাধ্যমে কলকাতা পুলিশের সঙ্গেও লিয়াজোঁ থাকবে বলেই দাবি পুলিশ কর্তাদের। পাশাপাশি তাঁদের দাবি, আগামীতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে তথ্য আদান প্রদানের জন্য লিয়াজোঁ করা হবে এই পোর্টালের মাধ্যমে।
এই পোর্টাল চালু হওয়ায় রাজ্যের যে কোনও প্রান্তের হারিয়ে যাওয়া কারুর খোঁজ পাওয়া, অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার হলে তা সনাক্ত করার কাজ অনেক সহজে এবং দ্রুততার সঙ্গে করা যাবে বলেই দাবি পুলিশ মহলের।
প্রত্যেক থানায় একজন অফিসার থাকবেন এই পোর্টাল সংক্রান্ত কাজের জন্য। নির্দিষ্ট কোনো থানার অন্তর্গত এলাকায় অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার হলে তা কোথা থেকে হয়েছ, কবে , কখন কী অবস্থায় পাওয়া গিয়েছে, সেই তথ্য ক্যাটাগরি অনুযায়ী পোর্টালে তুলে ধরা হবে। রাস্তার ধার থেকে, রেল লাইনের পাশে কিংবা নদীর ধার থেকে উদ্ধার হওয়া দেহের বর্ণনা তুলে ধরার জন্য পৃথক ক্যাটাগরি আছে পোর্টালে। যার ফলে রাজ্যের অন্য সব থানায় হওয়া নিঁখোজ অভিযোগের তথ্য তালাশ অনেক সহজে সম্ভব হবে।