Amit Shah-Sourav Ganguly: সৌরভের বাড়িতে যেতে পারেন অমিত শাহ, মমতার পরামর্শ, ‘বেশি করে দই, রসগোল্লা কিনে দিক’

Amit Shah: প্রসঙ্গত, বাংলায় অমিত শাহের দু'দিনের সফরের মধ্যে শুক্রবার দ্বিতীয় দিন। বৃহস্পতিবার মূলত উত্তরবঙ্গে তাঁর কর্মসূচি ছিল।

Amit Shah-Sourav Ganguly: সৌরভের বাড়িতে যেতে পারেন অমিত শাহ, মমতার পরামর্শ, 'বেশি করে দই, রসগোল্লা কিনে দিক'
অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 1:29 AM

কলকাতা: শুক্রবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। স্বরাষ্ট্রমন্ত্রীর দু’দিনের বঙ্গ সফরে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চিত এই বিষয়। যদিও বিজেপির তরফে নির্দিষ্ট করে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মহলে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, শুক্রবার মহারাজের বেহালার বাড়িতে নৈশভোজ সারতে পারেন শাহ। তার আগে বৃহস্পতিবার সৌরভকে বিশেষ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ তাঁর বাড়িতে গেলে যেন রসগোল্লা ও দই কিনে দেন।

২০২১-এর বিধানসভা ভোটের আগে জোর গুঞ্জন শোনা গিয়েছিল, বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও বাস্তবে তা গুঞ্জনই থেকে গিয়েছে। এবার ফের অমিত শাহের বঙ্গ সফরে সৌরভের সঙ্গে সাক্ষাতের জল্পনায় নতুন করে নানা কথা শোনা যাচ্ছে। যদিও এর আগে রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। যা কেবলই জনসংযোগ ছিল।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শাহ-মহারাজের সাক্ষাৎকারের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, “যেতেই পারেন তাতে কী অসুবিধা আছে। যদি যেতে চান উনি তাতে কী সমস্যা? আগেরবারও তো কারও কারও বাড়িতে গিয়েছিলেন। বরং সৌরভকে বলো বেশি করে রসগোল্লা আর দই কিনে দিতে। রসগোল্লা আর দই বাংলার খুব ভাল। সিরিয়াসলি। আমরা অতিথি আপ্যায়ন করি। আমি খুশি এটা শুনে।”

প্রসঙ্গত, বাংলায় অমিত শাহের দু’দিনের সফরের মধ্যে শুক্রবার দ্বিতীয় দিন। বৃহস্পতিবার মূলত উত্তরবঙ্গে তাঁর কর্মসূচি ছিল। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে নৃত্য পরিবেশন করার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের। সূত্রের খবর, এই অনুষ্ঠানের পরই মহারাজের বাড়িতে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।